কেটে গেল ‘কৃষ্ণপক্ষ’র অন্ধকার
“আমি মনে-প্রাণে চেয়েছিলাম ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ করতে। কারণ আমি সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর বাসায় বসে থাকতেও আমার ভালো লাগছিল না। সময় কাটানো মুশকিল হয়ে পড়ছিল। আমার চিকিৎসকও শুটিংয়ে ফেরার অনুমতি দিয়েছেন। আর আজ ইউনিটের সবাই আমার অনেক দেখাশোনা করেছেন। শুটিং করতে বেশি অসুবিধা হয়নি। খুব অল্প সময় শুটিং করেছি। সুন্দর ও ভালো সময় কাটল আজ (৮ নভেম্বর)।”— ‘কৃষ্ণপক্ষ’ শুটিংয়ে যোগ দেওয়া প্রসঙ্গে এনটিভি অনলাইনকে এমনটাই বললেন রিয়াজ।
গত ১৯ অক্টোবর রাজধানীর উত্তরায় মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। পরে দ্রুত অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা নিশ্চিত করেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর তার হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। এতদিন চিকিৎসকের পরামর্শ বিশ্রামে ছিলেন রিয়াজ। রবিবার (৮ নভেম্বর) অনেকটা মিডিয়ার অগোচরে যোগ দেন শুটিংয়ে।
কতদিন শুটিং করবেন?— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশি দিন নয়। সম্ভবত আর তিনদিন কাজ করলে শুটিং শেষ হয়ে যাবে। তবে দিনের পুরো সময় আমি শুটিং করব না। দুই অথবা তিন ঘণ্টা কাজ করব।’
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তির কথা ছিল ‘কৃষ্ণপক্ষ’র। রিয়াজের অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়।
‘কৃষ্ণপক্ষ’-এ রিয়াজের বিপরীতে অভিনয় করছেন মাহি।