Select Page

নৃত্য পরিচালক আজিজ রেজার গান

নৃত্য পরিচালক আজিজ রেজার গান
Aziz reza film choreographer dances with his own songহাজারো ছবিতে ছয় হাজারের বেশি নৃত্যের নির্দেশনা দিয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা। ২০১১ সালে দৈনিক কালের কন্ঠের সাথে সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন তার জীবনের দুটি লক্ষ্যের কথা। প্রথম লক্ষ্য নিজের ছেলেকে চলচ্চিত্রের নায়ক বানানোর স্বপ্ন পূর্ণ না হলেও দ্বিতীয় স্বপ্ন গান শেখার স্বপ্ন তিনি পূরণ করেছেন। তার গাওয়া কিছু গান ইউটিউবে পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে তিনি প্রবল আলোচনায় এসেছেন তার গাওয়া একটি গানের সাথে নৃত্য পরিবেশন করে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গানের চিত্রায়ন হয়েছে। গানটি বিএমডিবি-র পাঠকদের জন্য এখানে উপস্থাপন করা হল।


মন্তব্য করুন