‘মার ছক্কা’র শেষ শো’তে বিক্রি হলো মাত্র ৫ টিকিট
সিরাজগঞ্জ শহরে অবস্থিত ‘মৌসুমী’ সিনেমা হল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সান্ধ্যাকালীন শো’তে (৬-৯) মাত্র ‘মার ছক্কা’র ৫টি টিকেট বিক্রির কথা শুনে কয়েক সেকেন্ড গম্ভীর হয়ে থাকলেন হলটির মালিক শফিকুর রহমান। খবর বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম।
এ দুটি লাইনের মাধ্যমে ফুটে উঠেছে বাংলা সিনেমার বর্তমান বাজার।
শফিকুর রহমান বলেন, আশির দশকে যখন আমার বাবা এই সিনেমা হল তৈরি করেন তখন একে নিয়ে অনেক গর্ব করতাম। নবম শ্রেণির ছাত্র আমি। বন্ধুরা আসত টিকেটের তদবির নিয়ে। বন্ধুমহলে ছিল আমার অন্যরকম মর্যাদা। সেই সিনেমা হল এখন আমাদের পরিবারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই লোকসান দিতে দিতে ফতুর হয়ে যাচ্ছি। না পারছি চালাতে, না পারছি ভেঙে অন্য কিছু করতে। আয় যা তাতে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ ভ্যাট-ট্যাক্স উঠছে না।
এর জন্য দায়ী করলেন, ডিশ এবং ভারতীয় চ্যানেলের আধিক্যকে। বছরে দুই ঈদ ছাড়া কোনো সময়ে ব্যবসা হয় না। চলতি সপ্তাহে সদ্য মুক্তি পাওয়া হিরো আলম অভিনীত ‘মার ছক্কা’ চালিয়েছেন। টিকেট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ২২ হাজার টাকা। কমিশনের ভিত্তিতে সিনেমাটি এনেছেন। পঞ্চাশ শতাংশ পাবেন প্রয়োজক, আর হল মালিকের পঞ্চাশ শতাংশ অর্থাৎ ১১ হাজার টাকা। কিন্তু চলতি সপ্তাহে তার খরচ হয়েছে পনের হাজার টাকা। এখন ৪ হাজার টাকা ভর্তুর্কি দিতে হবে।
‘মার ছক্কা’য় রোহানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত কোয়েল। আরো আছেন সামাজিক মাধ্যমে আলোচিত হিরো আলম। অন্যান্য চরিত্রে আছেন ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।