Select Page

ইংল্যান্ডে মুক্তি পাবে বাংলাদেশের ছবি

ইংল্যান্ডে মুক্তি পাবে বাংলাদেশের ছবি

ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে নিয়মিত মুক্তি পাবে বাংলাদেশি চলচ্চিত্র। ৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র মুক্তির এই যাত্রা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এক প্রতিবেদনে জানা যায়, বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকে’র উদ্যোগে ইংল্যান্ডের তিন শহরে এখন থেকে নিয়মিত প্রদর্শিত হবে বাংলা চলচ্চিত্র। ফেব্রুয়ারিতে এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজক সংগঠকটি আত্মপ্রকাশ করে। ছয়মাসের মাথায় এবার প্রবাসী বাঙালিদের জন্য ইংল্যান্ডের তিনটি প্রেক্ষাগৃহে প্রতি সপ্তায় নতুন নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হবে তারা।

লন্ডন ফিল্ম ক্লাব ইউকে’র অন্যতম প্রতিষ্ঠাতা জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। তিনি বলেন, “আমাদের দেশে বর্তমানে ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। কলকাতাতেও তাই। দেশে মুক্তিপ্রাপ্ত এসব ছবি প্রবাসী বাঙালিদের দেখানোর সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা ছবি রিলিজ দিবো।”

তিনি জানান, ৩ ও ৪ সেপ্টেম্বর এবং ১০ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের তিন হলে মুক্তি পেতে যাচ্ছে সাধক ও গীতিকবি শাহ আবদুল করিমের জীবনের ওপর নির্মিত মুক্তাদির ইবনে সালাম নির্মিত চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’।

চলচ্চিত্রটি সম্প্রতি দেশে সেন্সর পেরুলেও বিদেশের বড়পর্দাতেই প্রথম প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাধীন খসরু জানান, ‘রঙের দুনিয়া’র পরপরই মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’।


মন্তব্য করুন