Select Page

গুড বাই ফিল্ম ইন্ডাস্ট্রি : রনি

গুড বাই ফিল্ম ইন্ডাস্ট্রি : রনি

বুধবার দিবাগত রাতে ‘রানা পাগলা- মেন্টাল’ পরিচালক শামীম আহমেদ রনি ফেসবুকে লেখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই।’

এর আগে আরেক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘গুড বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করছি। আর সম্ভব না। এত পলিটিক্স আর প্যাঁচ। যার যা খুশি ভাবুক। ভালো থাকুক।’

‘ওয়ার্নিং’ দিয়ে পরিচালক হিসেবে ঢালিউডে অভিষেক হওয়ার কথা ছিল রনির। কিন্তু শেষ মুহূর্তে সিনেমাটি থেকে ছিটকে পড়েন তিনি। ২০১৪ সালে ‘মেন্টাল’ শুরু করেন শাকিব খান, নুসরাত ইমরোজ তিশা, আঁচল ও গায়িকা পড়শীকে নিয়ে। তারকাবহুল নির্মাণ ও অন্যান্য কারণে বেশ আলোচনা তুলে ‘মেন্টাল’। কিন্তু বারবার শুটিং পিছিয়ে যাওয়া, মুক্তি পূর্ব জটিলতা, পরবর্তী নেতিবাচক রিভিউ ও শিল্পীদের অভিযোগের কারণে বিতর্কে পড়েন রনি।

সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পায় রনির ‘বসগিরি’।  চলতি বছর বৈশাখে মুক্তি পায় ‘ধ্যাততেরিকি’। তবে ছবি দুটি দর্শককে হতাশ করেছে।

মাস কয়েক আগে শুরু করেন ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাংলাদেশ শাখার সিনেমা ‘রংবাজ’। ওই সময় শাকিবকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো নিষেধাজ্ঞা দিলেও রনি শুটিং চালিয়ে যান, এমনকি কড়া ভাষায় সমালোচনা করেন। পরবর্তীতে শাকিব দুঃখ প্রকাশ করে ছাড় পেলেও রনির সদস্যপদ ফেরত দেয়নি পরিচালক সমিতি। পাশাপাশি শাকিব-অপু ইস্যুতে মন্তব্য করে সমালোচিত হন তিনি, এছাড়া স্ত্রীর সঙ্গে জটিলতাও সংবাদ শিরোনাম হয়েছে। রনির অর্ধসমাপ্ত ‘রংবাজ’ শেষ করেন আবদুল মান্নান।

তবে রনির এমন ঘোষণায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তাদের ধারণা, রনির এমন সিদ্ধান্ত তরুণ নির্মাতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।


মন্তব্য করুন