Select Page

পাঁচদিনে দুই লক্ষ পার!

Ashiqi (4)জনপ্রিয় উপস্থাপক নুসরাত ফারিয়া আশিকি ছবির মাধ্যমে বড়পর্দায় আসছেন এ সংবাদ এখন অজানা নয়। ফারিয়াকে বড় পর্দায় দেখার জন্য বেশ কদিন ধরে অপেক্ষা করেছে দর্শকরা। গত বৃহস্পতিবার রাতে নায়িকা নুসরাত ফারিয়াকে সকলের সামনে তুলে ধরে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তোর আশিকি নামে আশিকি ছবির প্রথম গান।

আজকে নিয়ে পাচ দিন হয়ে গেল রিলিজ করেছে গানটি। মুক্তির পর থেকেই ধারাবাহিকভাবে এর ভিউ বেড়েই চলছে। পাচদিনের মাথায় ভিউ সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এ গান যে মানুষের ভালো লাগবে টা যেন আগে থেকেই জানা ছিল, সে কারনেই ইউটিউবে দুটি আলাদা চ্যানেলে আপলোড করা হয়েছে আশিকি ছবির গান ‘তোর আশিকি’। দুইটি চ্যানেল মিলিয়ে বর্তমান ভিউয়ের সংখ্যা দুইলাখেরও বেশী।

এই ছবির নাম শুরুতে রাখা হয়েছিল প্রেমী ও প্রেমী। কলকাতার নির্মাতা অশোক পাতির পরিচালনায় এই ছবিতে তাঁর সহশিল্পী টালিউডের অঙ্কুশ। আগামী ঈদুল আজহায় আশিকি মুক্তি ।

গানটি দেখুন এখানে

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন