Select Page

সেপ্টেম্বরে ‘ভালোবাসবোই তো’

সেপ্টেম্বরে ‘ভালোবাসবোই তো’

sexy-mowshumi20140815232019

‘নাগরদোলা’, ‘নয়নের আলো’, ‘আমানত’, ‘নন্দিত নরকে’খ্যাত বেলাল আহমেদ পরিচালিত শেষ ছবি ‘ভালোবাসবোই তো’ এখন মুক্তির মিছিলে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত-পরিবেশিত সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে।

সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই বেলাল আহমেদ মারা যান। এর পর নায়িকা মৌসুমী চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় ‘ভালোবাসবোই তো’ শেষ করার দায়িত্ব নেন। শুটিং করতে গিয়ে পরিচালকের সঙ্গে চমৎকার একটা বোঝাপড়া গড়ে ওঠার সুবাদে ‘ভালোবাসবোই তো’ শেষ করতে মৌসুমীর সমস্যা হয়নি। এ ছাড়া তিনি নিজেও বেশকটি সিনেমা নির্মাণ করেছিলেন।

বেলাল আহমেদের কাহিনী চিত্রনাট্য সংলাপ নিয়ে নির্মিত ‘ভালোবাসবোই তো’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী ও নিলয়। ছবির চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares