Select Page

ঢাকার আরেক সিনেমায় পরমব্রত

ঢাকার আরেক সিনেমায় পরমব্রত

89820f4c03ce8d2939588ac9ec7cb149-20বুধবার (১৯ আগস্ট) শেষ করলেন অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের শুটিং। এর মধ্যে ঢাকার আরেকটি চলচ্চিত্রে চূড়ান্ত হলেন কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ফাখরুল আবেদীন পরিচালিত ‘ভুবনমাঝি’ নামের ওই চলচ্চিত্রে তার সহশিল্পী অপর্ণা ঘোষ। খবর প্রথম আলো

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ‘ভুবনমাঝি’র শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরমব্রতকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফাখরুল আরেফীন বলেন, ‘ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষ হবে ২০১৩ সালে। মাঝে এক বড় অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই সত্যি ঘটনা অবলম্বনে। আমরা চরিত্রগুলোর নামও পরিবর্তন করিনি।’

পরমব্রত আর অপর্ণাকে নিজের ছবির জন্য চূড়ান্ত করার ব্যাপারে ফাখরুল আরেফীন বলেন, ‘আমি অনেক দিন থেকেই পরমব্রতকে খেয়াল করছি। তাঁর কাজগুলো দেখছি। ভুবনমাঝি ছবির গল্প একজন বাউলকে ঘিরে। এই চরিত্রটির সঙ্গে পরমব্রতর অনেক মিল দেখতে পেয়েছি। আর অপর্ণার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে।’

‘ভুবনমাঝি’ সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এখন চলছে প্রি প্রডাকশনের কাজে। শিগগিরই পরমব্রতর সঙ্গে আলোচনা করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করবেন পরিচালক।

 


Leave a reply