Select Page

কেমন হবে ঢাকা-কলকাতার ‘আশিকী’ (ট্রেলার)

কেমন হবে ঢাকা-কলকাতার ‘আশিকী’ (ট্রেলার)

Capture

কলকাতার রোমান্টিক সিনেমাগুলো হয় ঝকঝকে, তকতকে ও বর্ণিল। ‘আশিকী’ও তেমন হবে। মঙ্গলবার প্রকাশিত ট্রেলার থেকে এমনটা অনুমান করা যায়। ৫২ সেকেন্ডের ট্রেলারটি এ পর্যন্ত দেখা হয়েছে সাড়ে ২৪ হাজারের বেশিবার।

কেউ একজন কোথাও তোমার জন্য অপেক্ষা করছে— অনেকে এ কথা বিশ্বাস করেন। এভাবে শুরু হল আলোচিত সিনেমাটির ট্রেলার। আরও জানা যায় সে মানুষটার দেখা পাওয়াতেই গল্পের শেষ নয়। প্রেম কাহিনীর শুরু মাত্র।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’র মূল আকর্ষণ নবাগত নায়িকা নুসরাত ফারিয়া। ট্রেলারে নতুন এক ফারিয়াকে পাওয়া গেল। কিছু দৃশ্যে তাকে নায়িকা হিসেবে ততটা সপ্রতিভ মনে হয়নি। তবে সব মিলিয়ে বরাবরের মতো ভীষণ স্টাইলিশ লেগেছে।

Aashiqui-2

এ দিকে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ট্রেলারে পরিচালক হিসেবে শুধু আশোক পাতির নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ট্রেলারে দেখা গেছে অশোক পাতিআব্দুল আজিজের নাম। বাংলাদেশী পরিচালকের নাম উল্লেখে কলকাতার প্রযোজনা সংস্থার এমন কার্পণ্য আগেও দেখা গেছে। সিনেমাটিতে কিছু অভিনয় শিল্পী ও লগ্নি ছাড়া ঢাকার কোনো কন্ট্রিবিউশন আছে বলে মনে হয়নি।

‘আশিকী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ, নুসরাত ফারিয়া, অরিন্দম দত্ত, রজতাভ দত্ত, সৌরভ দাস ও রেবেকা রউফ। একটি বিশেষ চরিত্রে আছেন ‘খায়রুন সুন্দরী’ তারকা আরিফা পারভিন জামান মৌসুমী

‘আশিকী’ মুক্তি পাবে ঈদুল আজহায়।

 


মন্তব্য করুন