সাড়ম্বর উদযাপিত ২৫তম বিবাহবার্ষিকী
১৯৯০ সালের ১৬ আগস্ট ডা. জিনাত বেগমকে বিয়ে করেন চলচ্চিত্রের ড্যাশিং হিরোখ্যাত অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সোহেল রানা। সে হিসেবে ২০১৫ সালে তাদের সংসারের ২৫ বছর পূর্তি। পাশাপাশি থাকার এই সুবর্ণ জয়ন্তীকে তাই উদযাপন করেছেন বেশ সাড়ম্বরে। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ।
সোহেল রানা প্রযোজিত-অভিনীত প্রথম চলচ্চিত্র মাসুদ রানা-তে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন মিষ্টি মেয়েখ্যাত কবরী। তিনি উপস্থিত হন বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন মৌসুমী, শাবনূর, শিমলা, ওমর সানি, রুবেল প্রমুখ চলচ্চিত্রশিল্পীবৃন্দ। রাজধানীর সোনারগাঁ হোটেল এই দম্পত্তির বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা এগারোজন প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছিলেন সোহেল রানা। মাসুদ রানা ছবিতে নায়ক ও পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত তিনশর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা।
সোহেল রানা-জিনাত বেগমের সংসারে একটি সন্তান – মাশরুর পারভেজ। তিনি ইয়ুল রাইয়ান নামে গত বছর অদৃশ্য শত্রু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন।
সূত্র: দ্য রিপোর্ট