Select Page

করোনা আতঙ্কের মাঝে শুটিং চলছে!

করোনা আতঙ্কের মাঝে শুটিং চলছে!

করোনা ভাইরাসের কারণে জনসমাগম রোধে প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হচ্ছে। ইতিমধ্যে প্রেক্ষাগৃহ ও শিল্পকলার মিলনায়তন বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক শিল্পী স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেছেন।

অথচ বন্ধ হয় দুটি সিনেমার শুটিং। চলচ্চিত্র সংগঠনগুলোও এক্ষেত্রে নীরব!

বাংলা ট্রিবিউন জানায়, শুটিং চলতি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এবং অভিনেত্রী-নির্মাতা কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ বন্ধে এখনও কোনও ঘোষণা আসেনি।

করোনা আতঙ্কের মধ্যেই গত ১৭ মার্চ থেকে শুরু হয় ‘এই তুমি সেই তুমি’র কাজ। পরদিন ১৮ মার্চ এটি চলেছে। তবে আজ ১৯ মার্চ এর কাজ এখনও সেটে গড়ায়নি। শুটিং বন্ধ, না চলবে তার কোনও সিদ্ধান্ত হয়নি।
করোনার মধ্যে শুটিং শুরুর বিষয়ে কবরীর যুক্তি ছিল এমন, ‘কাজ তো করতে হবে। করোনায় আতঙ্কিত হয়ে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। যতটা নিরাপদে থেকে কাজ করা যায়, সেভাবেই কাজ করে যাচ্ছি।’

অন্যদিকে ১৪ তারিখে পুরো একটি লঞ্চ ভাড়া করে সদরঘাট থেকে সুন্দরবন গেছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ১২০ জনের টিম। যার মধ্যে শিশুশিল্পীর সংখ্যা অনেক। রয়েছেন সিয়াম আহমেদ ও পরীমনির মতো তারকা শিল্পীও। তারা এখন (১৯ মার্চ) অবস্থান করছেন সুন্দরবনের কটকা এলাকায়। টার্গেট নদীপথে টানা ২৫ দিনের শুটিং। মুঠোফোনে এর পরিচালক আবু রায়হান জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা বাংলাদেশে ছড়ানোর আগেই আমরা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছি। পুরো লঞ্চটিই বলা যায় কোয়ারেন্টিন অবস্থায় আছে। তারপরও আমরা সাবধান থাকছি। সব রকমের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। সবার কাছে পর্যাপ্ত মাস্ক রয়েছে। চেষ্টা করছি দ্রুত শুটিং শেষ করার।’

এই পরিচালক জানান, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ১৮ মার্চ রাতে শুটিংয়ে অংশ নেওয়া সবার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তারা। যেখানে শিশুশিল্পীদের বাবা-মায়েরাও ছিলেন। এতে সবার শতভাগ সম্মতি মিলেছে, শুটিং অব্যাহত রাখার বিষয়ে।

এ দিকে সম্প্রতি অনন্য মামুন ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খান, মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের সিনেমার ঘোষণা দিয়েছেন। যা টানা শুটিংয়ে ক্যামেরা ক্লোজ করবে। সেই সিনেমা নিয়েও কোনো ঘোষণা আসেনি।

করোনার কারণে ইতিমধ্যে পিছিয়ে গেছে কিছু সিনেমার মুক্তি। মাসুদ হাসান উজ্জ্বলের ‌‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি মুক্তির কথা ছিল ১৩ মার্চ। এরপর মুক্তির বিষয় স্থগিত করা হয় কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’র। শুটিং স্থগিত হয়েছে শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ আর শিহাব শাহীন পরিচালিত ‘যদি…কিন্তু…তবুও’ সিনেমার।


মন্তব্য করুন