Select Page

সৈকত নাসিরের হাত ভর্তি সিনেমা

সৈকত নাসিরের হাত ভর্তি সিনেমা

অভিষেকে ‘দেশা দ্য লিডার’ সিনেমার মাধ্যমে প্রশংসিত হন সৈকত নাসির। কিন্তু প্রত্যাশিত গতিতে এগোয়নি তার পরিচালনা ক্যারিয়ার। পরের দুই ছবি ‘হিরো ৪২০’ (যৌথ পরিচালনা) ও ‘পাষাণ’ কোন ধরনের প্রভাব ফেলতে পারেনি দর্শক মহলে।

মাঝে একাধিক সিনেমার ঘোষণা দিলেও বাতিল হয়। ‘পাষাণ’-এর কাস্ট বারবার পরিবর্তন করে হন সমালোচিত। তবে হালে সৈকত নাসিরের হাতে আধা ডজন ছবি এসেছে। এর মধ্যে একটির শুটিং শেষ হয়েছে করোনার লকডাউনের আগেই।

সিনেমাগুলো হলো ক‍্যাসিনো, আকবর, মাসুদ রানা, গুলশানের চামেলি, দ্য বর্ডার ও আ জার্নি উইথ ইউ।

নিরব ও শবনম বুবলিকে নিয়ে ‘ক্যাসিনো’র কাজ শেষ করেছেন বেশ আগে। প্রকাশ হয়েছে দুটি পোস্টারও। এটিই শাকিব খান ছাড়া নায়িকার একমাত্র ছবি, সম্ভবত শেষ সিনেমাও। ইচ্ছাকৃতভাবে আড়ালে চলে যাওয়া বুবলিকে সর্বশেষ ছয় মাসে কেউ দেখেনি। গল্প ঢাকার আন্ডারওয়ার্ল্ডের।

ইমন ও ববিকে নির্মাণ করছেন ‘আকবর ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গ্যাংস্টার কাহিনি নিয়ে নির্মিত এ ছবির দুদিনের শুটিং হলেও করোনায় আটকে গেছে বাকি কাজ। ছবিতে ববি থাকছেন আশির দশকের নায়িকার চরিত্রে।

ইন্টারন্যাশনাল প্রজেক্ট ‘এমআর নাইন’ নিয়ে এগোলেও দেশিয় সংস্করণ হিসেবে অন্য গল্প নিয়ে ‘মাসুদ রানা’র ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। এ সিনেমায় থাকছেন ‘কে হবে মাসুদ রানা?’ রিয়্যালিটি শো’ বিজয়ীরা। এপ্রিলে শুটিং শুরুর কথা থাকলেও করোনার কারণে ছবিটি আটকে আছে।

প্রযোজক মো. ইকবালের ছবি ‘গুলশানের চামেলি’। এ ছবির জন্য প্রযোজকের পছন্দ জয়া আহসান। কাস্টিং নিয়ে চূড়ান্ত ঘোষণা না আসলেও পরিচালক হিসেবে সৈকত নাসিরের নাম আলোচনায় আছে। হাই প্রোফাইল প্রস্টিটিউট নিয়ে এ সিনেমার গল্প।

সম্প্রতি ‘দ্য বর্ডার’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন সৈকত। নাম ভূমিকায় থাকছেন সাঞ্জু জন। গল্প সীমান্তবর্তী এলাকা নিয়ে।

‘আ জার্নি উইথ ইউ’ ছবিতে আছেন বাপ্পী চৌধুরী। কয়েক দিন আগে এফডিসিতে এ ছবির লুক টেস্ট হয়েছে। নভেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে।


মন্তব্য করুন