Select Page

শাকিবের হাতে ছবি নেই!

শাকিবের হাতে ছবি নেই!

করোনার আবহেও অন্য তারকারা যখন একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন বা অসমাপ্ত কাজে ব্যস্ত, তখন দেশের এক নম্বর তারকা শাকিব খানের হাতে নতুন কোনো ছবি নেই। এমনকি বছরের প্রথম মাসের অর্ধেক চলে গেলেও আসেনি কোনো ঘোষণা।

সর্বশেষ তিনি গত বছরের শেষ দিকে ‘নবাব এলএলবি’ করেছিলেন। সেই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে আলোচনায় আসে। শোনা যাচ্ছে, শিগগির সিনেমাটি হলে মুক্তি পাবে। ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে সেন্সর বোর্ডে।

এর আগে ‘আগুন’ শিরোনামের একটি ছবির কাজ প্রায় শেষের পথে এসে প্রযোজনা প্রতিষ্ঠানের সমস্যার কারণে আটকে যায়। এ ছাড়া শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’ নির্মাণ শেষ হলেও কবে মুক্তি পাবে তার ঠিক নেই।

একটি সংবাদমাধ্যম বলছে, ছবির অভাবে এই অভিনেতা বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন মানে ফিতা কেটে সময় পার করছেন। সর্বশেষ এই মাসে ‘ওর স্যালাইনে’র বিজ্ঞাপনে কাজ করলেন। অথচ গত প্রায় দেড় দশক ধরে তার নামেই চলত ছবি। নির্মাতারা তাকে ছবিতে কাস্ট করতে হুমড়ি খেয়ে পড়তেন তার দরজায়। দর্শকবিমুখ প্রেক্ষাগৃহে শাকিবের ছবি মুক্তি পাওয়া মানে দর্শক পরিপূর্ণ হওয়া।

সেখানে আরও বলা হয়, ধীরে ধীরে এই অবস্থার অবনতি ঘটতে থাকে যখন প্রেক্ষাগৃহ উদ্বেগজনক হারে কমে যাওয়ার পরও শাকিব তার পারিশ্রমিক কমাতে রাজি হননি। এ ছাড়া ব্যক্তিগত নানা ঘটনা ও গুঞ্জন শাকিবের ফিল্মি ক্যারিয়ার শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে। তার অনেক শুভাকাঙ্খীর মতে শাকিব তার সিদ্ধান্তে কখনো অটল থাকতে পারেন না। ঘন ঘন মত পাল্টান। তাছাড়া যাদের সঙ্গে চলাফেরা করেন তাদের বেশির ভাগই স্বার্থের জন্য শাকিবকে ব্যবহার বা মিসগাইড করেন।

অবশ্য শোনা যাচ্ছে, ‘পাসওয়ার্ড’-এর পর আবারও মালেক আফসারীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব। ঘুরে-ফিরে আসছে ‘হ্যাকার’ ছবির নাম। ঈদের ছবির নিয়ে এক প্রতিবেদনে এ ছবির নাম এলেও সংশ্লিষ্ট কারো মন্তব্য দেইনি পত্রিকাটি।

তবে শাকিবের হাত পুরোপুরি খালি এমন নয় হয়তো! সম্প্রতি শাপলা মিডিয়ার সঙ্গে এই নায়কের পুরোনো সম্পর্ক ঝালাই হয়েছে বলে শোনা যাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানের মেয়ের বিয়েকে কেন্দ্র করে নায়ক-প্রযোজকের মধ্যে নতুন যোগাযোগ। ধারণা করা হচ্ছে, আবারও তারা কাজ করতে যাচ্ছেন। ঠিক তেমন সময়ে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে তিন সিনেমার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

মাঝে শাকিবের নিজের প্রযোজনায় হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ও ইফতেখার চৌধুরীর ‘লন্ডন লাভ’ ছিল আলোচনায়। আপাতত সেই সব ছবি দূরে। তবে ভক্তরা আশা করছেন, শিগগিরই নতুন ছবির ঘোষণা দেবেন শাকিব খান।


মন্তব্য করুন