Select Page

ঈদে চ্যানেল আইতে পাঁচ চলচ্চিত্রের প্রিমিয়ার

ঈদে চ্যানেল আইতে পাঁচ চলচ্চিত্রের প্রিমিয়ার

sm___bg_Agun_Micil_404375650ঈদ এলেই শুরু হয়ে যায় চ্যানেলগুলোর আয়োজনের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য চ্যানেল আই নিয়ে আসছে পাচটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। এদের মধ্যে একটি চলচ্চিত্র বিদেশী এবং দুটি চলচ্চিত্র এই ঈদেই মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত এ ছবিগুলো সম্প্রচার করা হবে।

নদীজন

শাহনেওয়াজ কাকলী পরিচালিত এ ছবিটি দেখতে পাবেন ঈদুল ফিতরের দিন বেলা ২টা ৩০ মিনিটে। শেখ জহিরুল হক এর কাহিনী থেকে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নিরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।

‘বেবিস ডে আউট’

পেট্রিক রেড জনসন পরিচালিত শিশুদের জন্য নির্মিত বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘বেবিস ডে আউট’ এবার দেখতে পাবেন বাংলা ভাষায়। বাংলায় ডাব করা এ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

এক কাপ চা

হুমায়ুন ফরিদী মারা গেছে অনেক দিন হয়ে গেল। তার শুন্যতা পুরন করা সম্ভব হয়নি। এ চলচ্চিত্রের মাধ্যমে হুমায়ুন ফরিদিকে আর একবার নতুন চরিত্রে দেখার সুযোগ তৈরী হল তার ভক্তদের। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শন করা হবে ছবিটি। এক কাপ চা পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল। অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাকিব খান, রাজ্জাক, হুমায়ুন ফরীদি প্রমুখ।

কি দারুণ দেখতে

পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অভিনয় শিল্পীরা হলেন বাপ্পী, মাহি, ওয়াহিদা মল্লিক জলি, মিশা সওদাগর, সোহেল খান, ডা. এজাজ প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।

অমি ও আইসক্রিমঅলা

প্রথমবারের মত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিছিল, খন্দকার বাপ্পি, আগুন প্রমুখ। এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে।


মন্তব্য করুন