Select Page

চূড়ান্ত হলো ‘রক’র নায়ক-নায়িকা

চূড়ান্ত হলো ‘রক’র নায়ক-নায়িকা

a96b95eeebf384213c7ffaa37a305178-1

কিছুদিন আগে শোনা গিয়েছিল শফিক হাসানের নতুন সিনেমা রক এ অভিনয় করছেন পরী মনিমৌসুমী হামিদ। এবার জানা গেল জুলাইতে শুটিং শুরু হতে যাওয়া সিনেমাটিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিমদীপালি। সঙ্গে আছেন ইন্ডিয়ার ইন্দ্রনীল ও অরিন্দম।

ইতোমধ্যে চারজনই এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।

অরিন্দম রায় বলেন চুক্তিবদ্ধ হয়েছে ৩ জুন, অন্যদিকে ইন্দ্রনীল চুক্তিবদ্ধ হয়েছেন চলতি মাসের প্রথম দিকে। এ বিষয়ে ইন্দ্রনীল প্রথম আলোকে বলেন, ‘ছবির কাজের জন্য চুক্তি হয়েছে। ১৩ জুলাই বাংলাদেশে যেতে পারি। তখন ছবির খানিক অংশের কাজ করব।’

ছবিতে মিম ও দীপালিকে দেখা যাবে দুই বোনের ভূমিকায়। মিম জানান, তার অংশের শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। দীপালি বলেন, ‘আমার বিপরীতে ইন্দ্রনীল অভিনয় করবেন। এ কারণেই কাজটি আগ্রহ নিয়ে করছি।’

এ ছাড়া ভারতীয় অভিনেতা রাহুল দেব খল চরিত্রে অভিনয় করবেন। তা ছাড়া সেখানকার আইটেম গার্ল কাশমিরা শাহকেও দেখা যাবে। তিনি আরও জানান, এর মধ্যে কলকাতার আকাশ ও অরিজিৎ চট্টোপাধ্যায় ছবির জন্য দুটি গানের সঙ্গীতায়োজন করেছেন।


মন্তব্য করুন