Select Page

আবারো বিধবার বেশে পপি

আবারো বিধবার বেশে পপি

1436629743_Poppy-5

অনেকদিন পর সিনেমায় ফিরলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী পপি। ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে তাকে নন-গ্ল্যামারাস বিধবার চরিত্রে দেখা যাবে পপিকে। অবশ্য এ ধরনের চরিত্রে তিনি এ প্রথম নন। এর আগে ‘বিদ্রোহী পদ্মা‘ সিনেমায় তাকে বিধবার চরিত্রে দেখা গেছে।

‘সোনাবন্ধু’র প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। এই ছবির শুটিং নিয়েই এখন যত ব্যস্ততা এই অভিনেত্রীর।

পপি গতানুগতিক অ্যাকশন কিংবা প্রেমের ছবি থেকে বেরোতে চান। সে জন্যই নাকি সোনাবন্ধু ছবিতে কাজ করা। এতে রোশনি নামের এক বিধবা নারীর চরিত্রে অভিনয় করছেন।

কাহিনীতে দেখা যাবে, গ্রামের এক গায়েনের মেয়ে রোশনি একটি ছেলেকে ভালোবাসে। কিন্তু কিছু জটিল পরিস্থিতিতে পড়ে অন্য একজনের সঙ্গে বিয়ে হয় তার। কয়েক দিনের মধ্যেই স্বামী মারা যায়। এরপর আর বিয়ে করে না রোশনি।

এ সম্পর্কে পপি প্রথম আলোকে বললেন, ‘দর্শকেরা সব সময়ই আমাকে গ্ল্যামারাস চরিত্রে দেখে অভ্যস্ত। এখন একটু ভিন্নভাবে দর্শকদের সামনে আসতে চাই। মনে রাখার মতো কিছু চরিত্র করতে চাই। এ জন্যই রোশনিকে বেছে নেওয়া।’

‘সোনাবন্ধু’ পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম। এতে আরো অভিনয় করছেন পরী মনি ও ডি এ তায়েব।


মন্তব্য করুন