Select Page

১৭ বছর পর শমীর চরিত্রে প্রসূণ

১৭ বছর পর শমীর চরিত্রে প্রসূণ

১৭ বছর পর নতুন করে শুরু হতে যাচ্ছে নামি অভিনেতা মাসুম আজিজের ‘সনাতন গল্প’র শুটিং। ১৯৯৬-৯৭ সালে অনুদান পাওয়া এই চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল ১৯৯৮ সালে। তখন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শমী কায়সার। কিন্তু ৩০ ভাগ শুটিং শেষ হওয়ার পর আর অনুদানের অর্থ মেলেনি। শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় শুটিং। এবার শমীর চরিত্রে প্রসূন আজাদকে নিয়ে নতুন করে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। খবর কালের কণ্ঠ

সম্প্রতি সরকারের পক্ষ থেকে পরিচালককে ‌‘সনাতন গল্প’ শেষ করার তাগিদ দেওয়া হয়। আটকে যাওয়া অনুদানের টাকাও তার হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। ফলে আবার ছবিটি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এরই মধ্যে শমী কায়সারের জায়গায় প্রসূণ আজাদকে চূড়ান্ত করেছেন।

মাসুম আজিজ বলেন, ‘চরিত্রটির সঙ্গে শমীকে এখন আর জড়ানো সম্ভব নয়। মাঝখানে ১৭টি বছর কেটে গেছে। এর মধ্যে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। ফলে প্রসূণের কথা ভাবা।’

তিনি আরো বলেন, ‘শুধু তাই নয়, তৌকীর আহমেদ ও শহীদুল আলম সাচ্চুর জায়গায় শ্যামল মাওলা ও জয়রাজকে নিয়েছি। আশা করি এবার ছবিটি ভালোভাবে শেষ করতে পারব।’


Leave a reply