হুমায়ূনের জন্মদিনে ‘অনিল বাগচীর একদিন’
হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। আর এ বছর সে দিনটিতে মুক্তি পাবে ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। মোরশেদুল ইসলাম পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস।
এ প্রসঙ্গে মোরশেদুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার কাহিনি নিয়ে এই প্রথম চলচ্চিত্র তৈরি হলো। আমরা তার মা আয়েশা ফয়েজ ও স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি নিয়েছি। ছবিতে হুমায়ূন আহমেদের সংলাপ ব্যবহার করা হয়েছে।’
ছবির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী বলেন, ‘আমরা প্রেক্ষাগৃহের পাশাপাশি বিকল্প উপায়েও সারা দেশে ছবিটির প্রদর্শনীর আয়োজন করব। সম্প্রতি ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।’
‘অনিল বাগচী একদিন’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি।