Select Page

শুভই হচ্ছেন ‘পুলিশগিরি’র পুলিশ

শুভই হচ্ছেন ‘পুলিশগিরি’র পুলিশ

11903882_10207855938381172_2582748413879601120_n

ক্যারিয়ারের অন্যতম হিট ‘কিস্তিমাত’-এ পুলিশ সেজেছিলেন আরিফিন শুভ। এবার আরেকটি সিনেমায় পুলিশ সাজতে যাচ্ছেন তিনি। আর অনেকেই জানেন সিনেমাটির নাম ‘পুলিশগিরি’।

আগস্টের তৃতীয় সপ্তাহে একাধিক গণমাধ্যম জানায়, ‘পুলিশগিরি’ নিয়ে শুভর সঙ্গে কথা বলেছেন সৈকত নাসির। তখন তিনি জানান, চলতি সপ্তাহে চূড়ান্ত ঘোষণা আসবে। অবশেষে বিষয়টি ফেসবুকে নিশ্চিত করলেন ‌’দেশা দ্য লিডার‘ পরিচালক।

সোমবার রাতে নিজের ও শুভর ছবি শেয়ার করে এক স্ট্যাটাসে নাসির লিখেন, ‘পুলিশগিরির পুলিশ পাওয়া গেল অবশেষে।’

এ সিনেমায় শুভর বিপরীতে থাকবেন নুসরাত ফারিয়া। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া

নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন লোকেশন নির্বাচন ও অন্যান্য প্রস্তুতির কাজ চলছে। ‘পুলিশগিরি’র চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। যিনি জুলাইয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছেন। যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।


মন্তব্য করুন