কার ‘আশিকী’? (ট্রেলার)
‘আমার মন তোকে ভরসা করতে চায়। কিন্তু আমি তোকে বড্ড ভয় পাই’— মন আর আমি’র এ পার্থক্য নিঃসন্দেহে জটিল। তেমনি জটিল এ বাক্যটি। তারপর বাংলাদেশের দর্শকরা নুসরাত ফারিয়ার মুখে এ ধরনের ডায়লগ শুনে অবাক হবেন না। কারণ তারা বরাবরই ফারিয়ার মুখে বাংলা-ইংরেজী মেশানো বাক্য শুনতে অভ্যস্ত। আর এ সিনেমার শুটিং তো হয়েছে ইংলিশভাষীদের দেশে।
সংলাপটি শোনা গেল সোমবার এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘আশিকী’ সিনেমার থিয়েট্রিক্যাল ট্রেলারে। এর আগে প্রকাশ হয়েছিল সিনেমাটির চারটি গান ও টিজার। ওই ভিডিওগুলো মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এবার প্রকাশ পেল ট্রেলার। আর সিনেমাটি কলকাতায় মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলাদেশে মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর।
প্রচার দৌড়ে ঈদের সিনেমার মধ্যে এগিয়ে আছে ‘আশিকী’। ফলে ভালো-মন্দ আলোচনার মাধ্যমে সিনেমাটির নাম দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে।
আর মাস এন্টারটেইনের জায়গা থেকে ‘আশিকী’ যে খারাপ করবে না— তা বলা যায়। গানগুলোকে বেশি নাম্বার দেওয়া না গেলেও ট্রেলারটি চমৎকার। পরিশীলিত ও বাহুল্যহীন। সিনেমার টুকরো টুকরো অংশ দেখা গেল দ্রুত লয়ে, তবে কাহিনী ফাঁস করে না। যা ফাঁস করে— তা হলো বিখ্যাত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র অনুকরণে নির্মিত কয়েক দৃশ্যের ঝলক। মনে হয় না সেটা সিনেমাকে প্রভাবিত করবে। বরং, কলকাতার মুভি হিসেবে অনেকে বিথ্যাত সিনেমার প্রতি ট্রিবিউট হিসেবেই নিবে। কিন্তু বাংলাদেশের লগ্নি হিসেবে তা প্রশ্নবোধক। যদিও সিনেমাটির হিন্দি নাম প্রথম থেকেই প্রশ্নবোধক।
ট্রেলারে বেশ কিছু এ্যাকশান সিনে দেখা গেল, দেখা গেল রজতাভ দত্তকে। আরো কিছু মারমুখী মুখ। আর টিজারের মতো এক ঝলক মৌসুমীকে দেখা গেল।
অনলাইনে নানা কারণে সিনেমাটির নায়িকা নুসরাত ফারিয়া এখন ভাইরাল। এতো এতো চরিত্র আর ঘটনার ঘনঘটায় আমরা শুধু ফারিয়াকে দেখছি। সে হিসেবে প্রশ্ন করা যায়, কার ‘আশিকী’ দেখবে দর্শক? নুসরাত ফারিয়ার ‘আশিকী’।