ফারিয়ার ছোট পৃথিবী বড় হলো
‘আমি যখন টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন আমার কাছে মনে হত মিডিয়াটা টিভি ইন্ডাস্ট্রি, বা ফেসবুকে কার কত ফলোয়ার এটা ভেবে মনে হয় বাংলাদেশে স্টার মনে করা হয়- এটা আমার কাছে মনে হত। কারণ আমি টিভিতে কাজ করেছি ফিল্মেতো আর কাজ করিনি। ফলে আমার ফিল্মের প্রচার-প্রসার সম্পর্কে কোন ধারণা ছিল না। কিন্তু আমি যখন এখানে প্রবেশ করলাম তখন জানলাম এটা কত বড় একটা পৃথিবী- জায়গাটা কত বড়, এটার প্রচার-প্রসার কতখানি বড়। আর যেহেতু আমি ছোট একটা জায়গায় কাজ করেছি তাই আমার পৃথিবীটা ছোট ছিল।’
কলকাতার পত্রিকা এবেলাকে দেয়া সাক্ষাৎকারে নাকি ‘তোমার ফিল্মে কাজ করার ইচ্ছেটা জাগলো কিভাবে?’ প্রশ্নের উত্তরে এমনটাই বলেছিলেন ‘আশিকী’ নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু পত্রিকাটি তা বিকৃত করে লিখেছে, ‘দেখুন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ওখানে সোশ্যাল মিডিয়ায় কার কতো ফলোয়ার রয়েছে তা দেখে বিবেচনা করা হয় কে স্টার আর কে নয়।’
সোমবার প্রকাশিত এ সাক্ষাৎকার নিয়ে ঝড় বয়ে গেছে ঢাকায়। অনেকের সমালোচনার মুখে পড়েন আরজে থেকে সিনেমায় আসা এ নায়িকা।
এ নিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে আরো বলেন, ‘আমার বোম্বেতে অভিষেক হচ্ছে, বিশাল একটা দায়িত্ব। তাছাড়া প্রথম ছবি মুক্তি পাচ্ছে- সব মিলিয়ে নিঃশ্বাস ফেলার মত সময় পাচ্ছি না। আমি এমনিতে আমি অনেক প্রেশারে আছি। আমাকে আর প্রেশার না দিলেও হয়। তারপরও আমি সবার কাছে দুঃখিত, যদিও এখানে আমার কোন হাত নেই।’