Select Page

কবিতার ‘কাজলা দিদি’ সিনেমায়

কবিতার ‘কাজলা দিদি’ সিনেমায়

11-700x525

‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই’— যতীন্দ্রমোহন বাগচীর লেখা এই কবিতাকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। ‘কাজলা দিদি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন সুজন বড়ুয়া।

কাজল চরিত্রে অভিনয় করবেন নবাগত অভিনেত্রী মৌ খান। তার সঙ্গে আরও অভিনয় করবেন ইমন। ‌‘কাজলা দিদি’র চিত্রনাট্য তৈরি করেছেন মমর রুবেল। পরিচালক সুজন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘গল্পে দেখা যাবে বড় বোন কাজলের প্রতি ছোট বোন মনির অগাধ ভালোবাসা। কাজল মারা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ছোট বোন মনি। এরপরই ছবিটি অন্যদিকে মোড় নেয়।’

‘কাজলা দিদি’ কবিতাটি ধরে চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে সুজন বড়ুয়া জানান, বাবার আগ্রহ থেকেই কাজলা দিদি নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন।

পরিচালক জানান, ছবির অভিনয়শিল্পীদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। আগামী নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।

এ দিকে একই জুটিকে নিয়ে সুজন ‘কিলার’ নামের আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা দুটির মহরত হয় শনিবার (১২ সেপ্টেম্বর)।


মন্তব্য করুন