Select Page

আয়নার খেল দেখাতে আসছে ‘আয়নাবাজি’

আয়নার খেল দেখাতে আসছে ‘আয়নাবাজি’

আয়নাবাজি !!! নামেই রহস্য প্রকাশ পাচ্ছে। আয়নাবাজি মানে কী? আক্ষরিক অর্থে যা দাঁড়ায় তা হল ‘আয়নার খেলা’, মানে লুকোচুরি। সবসময় মানুষ আয়নাতে যা দেখে তাই কি হয়? না হয় না, মানুষের ভালো চেহারার পেছনে লুকিয়ে থাকা চেহারা কখনো ফুটে উঠে না আয়নাতে। আর এখানেই রহস্য, আয়নাবাজি নামকরণ পুরোপুরি ভাবার্থে করা। মানুষের ভিতরের খেল দেখানোর নামই হল আয়নাবাজি। কীভাবে বুঝবেন এটা? খুব সোজা, ‘আয়নাবাজি‘ সিনেমার ট্রেলারেই রয়েছে তার ইঙ্গিত…

‘ভোর হলে পরেই চরিত্র বদলায়’

এ রূপ মানুষের বাহ্যিক রূপ নয়, এ রূপ মানুষের ভিতরের আত্মার রূপ। কারণ একমাত্র সেই মানুষটি জানে সে কেমন। তার সত্ত্বা কেমন। কারণ…

‘আমি আয়না, একজনই’

অমিতাভ রেজা আয়নাবাজির কাহিনী বর্ণনা করেছেন এভাবে- ‘আয়নাবাজি খুব সরল সহজ গল্প । বাংলার মানুষে সহজ জীবনের জটিল ধাঁধার এক সমীকরন।’

চলচ্চিত্রটির মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া। ‘আয়নাবাজি’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আয়নাবাজি আমার কাছে শুধু একটি সিনেমা নয়, আমার একটি গন্তব্য। যেখানে আমি পৌঁছাতে চেষ্টা করেছি। হয়তো আয়নাবাজির হাত দিয়ে আমি আমার শহরের সেই মানুষটিকে খোঁজার চেষ্টা করেছি, যারা পাপ জমায় শুধুই নিজের অস্ত্বিত্ব খুঁজে পাবার জন্য।’

চঞ্চল চৌধুরী যিনি মনপুরা দিয়েই জয় করেছেন কোটি ভক্তের হৃদয়, তার অভিনয় নিয়ে স্বয়ং পরিচালক বলেছেন,  ‘কি অসাধারণ নিষ্ঠা আর সততার সাথে চঞ্চল অভিনয় করে গেছেন তিন মাস, এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি তার অভিনয়ে কোনো গাফিলতি আছে। ১৫ কেজি ওজন কমানো থেকে শুরু করে তিন মাসের জন্য তিনি আয়নাবাজিতে একনিষ্ঠভাবে নিয়োজিত ছিলেন। সিনেমার জন্য তার যে ভালবাসা তাতে আমরা বিমোহিত।’ 

14344861_959758267479820_4409023388915481792_n

‘আয়নাবাজি’র সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের প্রথম সারির কুশলীরা।  সঙ্গীত পরিচালনা করছেন- হাবিব ওয়াহিদ, অর্ণব, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট! কখনো চিন্তা করছিলেন এদেরকে একই এলবামে পাবেন? আবহ সঙ্গীতে রয়েছেন ‘বাইশে শ্রাবণ’-খ্যাত ইন্দ্রদীপ! ইতোমধ্যে ছবির ট্রেলার, অর্ণবের গাওয়া ‘এই শহর আমার’ শিরোনামের গানটি ব্যপক প্রশংসিত হয়েছে। বেস্ট বাংলা সিনেমার ট্রেলার হিসাবে খ্যাতি লাভ করেছে ‘আয়নাবাজি’র ট্রেইলার।

গান, অভিনয়, অভিনেতা, পরিচালক ও ট্রেলার সবকিছু মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজের নাম ‘আয়নাবাজি’। যেখানে প্রতিটি সংলাপে লুক্কায়িত রয়েছে রহস্যের ছাপ। রহস্যের কিনারা করার জন্য দর্শক চেয়ে আছি ৩০ সেপ্টেম্বরের দিকে। দেখা যাক উন্মোচিত হয় কিনা ‘আয়নাবাজি’র আয়নার খেল। ততক্ষণ অপেক্ষা। এ অপেক্ষা বড় মধুর, এ অপেক্ষা ভালোবাসার অপেক্ষা।

চমকের বাকি যেটা ছিল তা হল পোস্টার। ক্রিয়েটিভ এই পোস্টারের অর্থ অনেক, ভাঙ্গা আয়নাতে চেহারা আবছা হয়ে গেলেও, মনের খেলার কিন্তু অবসান হয় না, মুখে রহস্যের আলো আঁধারি খেলা সর্বদা বিদ্যমান থাকে।

বেস্ট অব লাক, ‘আয়নাবাজি’ টিম!

ট্রেইলার…


মন্তব্য করুন