Select Page

ফেসবুকে আসল বর্ষা

ফেসবুকে আসল বর্ষা

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ পেজ ভেরিফাইড করতে সক্ষম হয়েছেন বর্ষা। এ পেজের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ‘আসল’ বর্ষার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জানতে পারবেন তার অভিনয় জীবনের সর্বশেষ তথ্য। ফেইক আইডি’র কারণে আর বিভ্রান্ত হতে হবে না ভক্তদের।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আমার ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ায় আমি খুবই আনন্দিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষী এবং আপনদের সঙ্গে আমি সব সময় যুক্ত থাকতে পারব, সবকিছু জানতে পারব, জানাতে পারব। সবচেয়ে বড় কথা, আমার ভক্তরা ‘ফেইক আইডি’র কবল থেকে মুক্ত হবেন, বিভ্রান্তি থেকে রক্ষা পাবেন। তাদের আসল বর্ষার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।’

এদিকে, শিগগির শুরু হচ্ছে অনন্ত ও বর্ষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই— অগ্রযাত্রার মহানায়ক’ এর শুটিং। বর্তমানে নতুন আঙ্গিকে পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা।

বর্ষা’র ফেসবুক পেইজ


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares