ববির ছবিতে নায়ক শাকিব খান
গ্ল্যামারাস নায়িকা ববি নতুন একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন, নাম প্রেমলীলা। প্রযোজক হিসেবে এটা তার দ্বিতীয় চলচ্চিত্র। প্রেমলীলার আগে ববি আরও একটি ছবি প্রযোজনা করেছিলেন। প্রথমে ছবির নাম ঠিক করা হয় শ্যুটার। পরে নাম বদল করে রেখেছিলেন রক্ষা। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এই ছবিটি এখনো মুক্তি পায় নি।
প্রেমলীলায় ববি নিজেই নায়িকা। আর তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন শাকিব খান। প্রেমলীলা পরিচালনা করবেন মেন্টাল খ্যাত পরিচালক শামীম আহমেদ রনি। গল্প ও চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। প্রেমলীলার গল্প ফোক ঘরানার।
আমাদের দেশে ফোক চলচ্চিত্র বেশ বিখ্যাত। চলচ্চিত্র দর্শকের একটা বড় অংশ এ ধরনের ছবি দেখতে পছন্দ করেন। ‘লাইলী-মজনু’, ‘শিরি-ফরহাদ’ এ ধরনের গল্পগুলো নিয়ে নির্মিত চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্যের হার ভালো।আর এসব কথা মাথায় রেখেই ববি প্রেমলীলা বানাবার সিধান্ত নিয়েছেন ববি, এমনটাই জানিয়েছেন এনটিভি অনলাইনকে।
ববি বলেছেন, “একটা মৌলিক গল্প নিয়ে আমাদের ‘প্রেমলীলা’ নির্মাণ হবে। অনেক গবেষণা করে কাজটি আমরা করছি। আমি নিজে আবদুল্লাহ জহির বাবুর সঙ্গে বসে গল্প ও চিত্রনাট্যের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। গল্প নিয়ে এখনই কিছু বলব না। তবে আশা করি, খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করে সবাইকে জানাব।”
প্রেমলীলা শামীম আহমেদ রনির পরিচালনায় ববির প্রথম ছবি হলেও শাকিব-ববি জুটির এটি পঞ্চম ছবি। এর আগে শাকিব-ববি একসঙ্গে ‘ফুল এন্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘রাজাবাবু’ ছবিতে কাজ করেছেন।
এ বছরের শেষের দিকে এ চলচ্চিত্রে কাজ শুরু হবে। আগামী বছরে পহেলা বৈশাখ বা ঈদে মুক্তি দেবার ইচ্ছে আছে ববির।