Select Page

প্রকাশিত হল ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের টিজার

প্রকাশিত হল ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের টিজার

জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম নির্মাণ করে হাত পাকিয়ে নেমেছেন চলচ্চিত্র নির্মাণে।  জনপ্রিয় এ নির্মাতার কাজ দেখার জন্য শুরু থেকেই তাই আগ্রহভরে অপেক্ষা করছে তার ভক্তবৃন্দ। চলচ্চিত্রের নামটিও তার নির্মিত কাজগুলোর মত সুন্দর “ছুঁয়ে দিলে মন”।

 অভিনেতা অভিনেত্রী তালিকায়ও রাখলেন চমক। সময়ের জনপ্রিয় নায়ক আরেফিন শুভ‘র বিপরীতে প্রথমবারের মত জুটিবদ্ধ করলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। সঙ্গে রয়েছে মিশা সওদাগর ইরেশ জাকেরের মত জনপ্রিয় ও প্রথিতযশা অভিনেতা। চলচ্চিত্রের গানের জন্য শিল্পী তালিকায়ও রাখলেন চমক। জনপ্রিয় শিল্পী তাহসানকে প্রথমবারের মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে দেখা গেল, সঙ্গে রয়েছে হাবিব, কনা সহ জনপ্রিয় নাম। অবশেষে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

আজ চলচ্চিত্রটির অফিশিয়াল ফেইসবুক পেইজে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ১ মিনিট ৪০ সেকেন্ড ব্যাপ্তির টিজার। এশিয়াটিক ধ্বনিচিত্র এবং মনফড়িং প্রযোজিত “ছুঁয়ে দিলে মন” চলচ্চিত্রের আবহ সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার|সম্পাদনা ও কালার কারেকশান করেছেন রাকিব রানা। চিত্রগ্রহনে ছিলেন  রিঙ্কন খান।


১ টি মন্তব্য

মন্তব্য করুন