Select Page

শাকিব নায়ক অথচ তিনি নিজেও জানেন না!

শাকিব নায়ক অথচ তিনি নিজেও জানেন না!

Shakib Khanকিছুদিন আগে ঢাকাই চলচ্চিত্রের একজন উঠতি নায়িকা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন চিত্রনায়ক অনন্তর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। একদিনের ব্যবধানে স্বয়ং অনন্ত জানিয়েছেন – এ সংবাদ ভিত্তিহীন, সেই নায়িকার সাথে তার কোন কথাই হয় নি। একই ঘটনা ঘটল ঢাকাই চলচ্চিত্রের এক নাম্বার নায়ক শাকিব খানের ক্ষেত্রেও। এবার নায়িকা নন, প্রচারণা চালিয়েছেন ছবির পরিচালক।

সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা নজরুল ইসলাম বাবু বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তার নতুন চলচ্চিত্র বৈশাখি প্রেম সম্পর্কে অবহিত করেন। দুই দেশের কাহিনী নিয়ে ছবির গল্প নির্মিত হচ্ছে এমন তথ্য দিয়ে তিনি জানিয়েছিলেন ছবিটির শ্যুটিং হবে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশে যার নায়ক হবেন শাকিব খান। শাকিব খানের বিপরীতে নতুন একজন নায়িকার অভিষেক হওয়ার কথাও ঘোষনা করেন তিনি। অথচ শাকিব খান বলছেন ভিন্ন কথা।

সংবাদ প্রকাশিত হওয়ার পর শাকিব খান বাংলামেইলকে জানিয়েছেন চুক্তিবদ্ধ হওয়াতো দূরের কথা, তার সঙ্গে এ পরিচালকের কোন ধরনের কথাই হয়নি।

এ প্রসঙ্গে শাকিব খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিচালকের সঙ্গে কোন ধরনের কথাই হয়নি। এ ধরনের গুজব বা নিশ্চিত না হয়ে খবর প্রকাশ করা উচিত নয়। এছাড়া নতুন যারা চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী তাদেরকে এ ধরনের কাজের মধ্যে দিয়ে প্রতারণার চেষ্টা করা হয়। এছাড়া এ বিষয়টি নিয়ে আমি নিজে বেশ ক্ষুব্দ’।

এ বিষয়ে পরিচালক নজরুল ইসলাম বাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।


মন্তব্য করুন