Select Page

ফিট নন বাপ্পী

ফিট নন বাপ্পী

bappi

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘তালাশ- দ্য ক্রাইসিস’ এ অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। পয়লা জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও বাপ্পীর ফিটনেস সমস্যার জন্য পিছাতে হয়েছে। এমনটাই জানান সিনেমাটির পরিচালক সৈকত নাসির

নাসির রাইজিংবিডিকে বলেন, ‘বিভিন্ন কারণেই ১ জুলাই থেকে সিনেমার শুটিং শুরু করতে পারিনি। সিনেমাটির চিত্রনায়ক শারীরিকভাবে ফিট না। এছাড়া আবহাওয়া তেমন ভালো না। আমাদের প্রথম লটের পুরো শুটিং আউটডোরে। শুটিং চলাকালে বৃষ্টি বাগড়া দিতে পারে। তাছাড়া সামনে ঈদ আসছে। সব মিলিয়ে ঈদের পরেই সিনেমাটির শুটিং করবো’।

বাপ্পীও একই কথা বলেন, ‘অভিনয় করার জন্য পুরোপুরি ফিট নই আমি। এ কারণে কয়েক দিন বিশ্রাম নিয়ে ১১ জুলাই থেকে শুটিংয়ে অংশ নেওয়ার প্রত্যাশা করছি।’

‘তালাশ- দ্য ক্রাইসিস’ এ আরো অভিনয় করছেন বিপাশা কবির ও এবিএম সুমন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares