Select Page

ফোক চলচ্চিত্র নিয়ে এফ আই মানিক

OLYMPUS DIGITAL CAMERA

চাচ্চু, দাদীমা সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক এফ আই মানিক পরিচালনা জীবনে প্রথমবারের মতো ফোক ছবি নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির নাম ‘সোনাই মাধব’।

মানবজমিনে  প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ময়মনসিংহের জনপ্রিয় লোকগাথা ‘সোনাই মাধব’ অবলম্বনে নির্মাণ হবে এ চলচ্চিত্রটি। ইতোমধ্যে যোশেফ শতাব্দী ছবিটির চিত্রনাট্য রচনার কাজ শেষ করেছেন।

কুসুমপুরের গল্প খ্যাত চিত্রনায়ক পলাশ এ চলচ্চিত্রের মাধব চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে সোনাই চরিত্রে কলকাতার একজন জনপ্রিয় নায়িকা অভিনয় করার সম্ভবনা রয়েছে।

 


মন্তব্য করুন