ছবি কমেছে প্রথম সারির চার নায়িকার
অনেক দিনের ঝুট ঝামেলা কাটিয়ে বাংলা চলচ্চিত্র বর্তমানে কিছুটা স্থিতিশীল হয়েছে। তার পিছনে যেসব নায়িকার অবদান রয়েছে তার মধ্যে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি ও আঁচল অন্যতম। কিন্তু বর্তমান পেক্ষাপট বিশ্লেষন করলে দেখা যাবে, এই চার নায়িকার সময় অতটা ভালো যাচ্ছেনা। কেননা এদের চারজনের হাতেই উল্লেখ করার মত সংখ্যার ছবি নেই।
এ মুহুর্তে সবথেকে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বর্তমানে মাহির হাতে ছবি আছেমাত্র দু’টি। একটি ছবি ‘অগ্নি টু’ ও আরেকটি ‘অনেক দামে কেনা’। নিয়তি, পাষাণ ইত্যাদি ছবির কথা শোনা গেলেও এর কোন অগ্রগতি সম্পর্কে জানা যায় না। নতুন নতুন ছবিতে মাহির চুক্তিবদ্ধ হওয়ার সংবাদ একসময় খুব নিয়মিত হলেও, বেশ কিছুদিন ধরে এমন কোন সংবাদ পাওয়া যাচ্ছে না। ফলে, উল্লিখিত দুটো ছবির পরেই কি মাহি বিদায়ের ঘন্টা বাজবে কিনা সে আশংকাও করছেন অনেকে।
গ্ল্যামারাস চিত্রনায়িকা ববির হাতে কোন ছবি নেই বললেই চলে। ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে তিনি অভিনয় করেছেন অতিথি চরিত্রে। বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ আর অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ছবি দুটি ছাড়া ববির হাতে উল্লেখ করার মতো ছবি নেই।
আঁচলের হাতে রয়েছে ৪টি ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এপার ওপার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘মেন্টাল‘ ও ‘আজব প্রেম’।
এই চারজনের মধ্যে অপু বিশ্বাসের অবস্থান সব থেকে ভালো বলা যায়। কেননা সব মিলিয়ে অপুর হাতে আছে ছয়টি ছবি। শরীরের মেদে ফেলে নতুন করে চলচ্চিত্রে আগমনের পর তার হাতে ছবির সংখ্যা বেড়েছে। শাকিব খানের জুটি বেধে করা ছবি লাভ ম্যারেজ মুক্তি পাবে আসন্ন ঈদে। এছাড়াও ‘মাই ডার্লিং’, ‘রাজাবাবু’, ‘ভালবাসা ২০১৪’, ‘রাজা ৪২০’ ইত্যাদি ছবির কাজ চলছে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িদের তালিকায় ধিরে ধিরে জায়গা করে নিচ্ছে পরীমণি । পরীমনির মুক্তি পেয়েছে মাত্র দুটি চলচ্চিত্র। কিন্তু তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সবথেকে বেশি ছবিতে।এছাড়াও লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিম ও মৌসুমী হামিদের বেশ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারের সময় হিসেবে ববি, আঁচল, অপু বা মাহি কেউই খুব বেশীদিনের পুরাতন নয়। এর মাঝেই নতুনদের আগমনে কি তারা পিছিয়ে পড়ছেন?
সূত্র: মানবজমিন