Select Page

‘ভয়ংকর সুন্দর’ ফার্স্টলুক (ভিডিও)

‘ভয়ংকর সুন্দর’ ফার্স্টলুক (ভিডিও)

Capture

প্রকাশিত হয়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর‘ সিনেমার ফার্স্ট লুক। অনিমেষ আইচ ‌‘জিরো ডিগ্রি’ পরিচালনার মধ্য দিয়ে বড় পর্দায় আসেন। এর ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির কাজ শুরু করেন। চলচ্চিত্রের নামটার সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের নাম মিল থাকলেও তার সাথে ছবির গল্পের কোন মিল নেই। মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে এই ছবিটি নির্মিত হচ্ছে।

নির্মাতা অনিমেষ আইচ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে ১ মিনিট ৩ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশ করেন সোমবার। এ ভিডিওর শুরুতেই উচ্ছ্বসিত ভাবনাকে দুহাতে ফুল ছড়াতে দেখা যায়। তারপরই দেখা মেলে বোকা বোকা চেহারার পরমব্রতকে। এরপর রুদ্ধশ্বাসপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে ফার্স্টলুকের ভিডিও। সুন্দর লোকশন ও সাসপেন্সর ঘনঘটা দেখা যায় তাতে। ফার্স্টলুকই বলে দিচ্ছে অনিমেষ নিজের নামের প্রতি অবিচার করছেন না।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার ভাবনা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।

এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।


মন্তব্য করুন