Select Page

মিলন-মৌসুমীর ‘আদর’ (ভিডিও)

মিলন-মৌসুমীর ‘আদর’ (ভিডিও)

Capture

ট্রেলার প্রকাশেই বেশ শোরগোল তুলেছে অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘ব্ল্যাকমেইল‘। এর একদিন পর সোমবার প্রকাশ পেয়েছে একটি  গান। যা সিনেমাটির উত্তাপ কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল।

‘আদর’ শিরোনামের গানটিতে  সঙ্গে পারফর্ম করেছেন মৌসুমী হামিদআনিসুর রহমান মিলন। চমৎকার লোকেশনে তাদের আবেদনময়ী ভঙ্গিতে গানটিতে দেখা যায়। এর মাধ্যমে প্রথমবারের মতো মৌসুমী হামিদকে সিনেমার কোনো একেক গানে  দেখা গেল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। কথা লিখেছেন সোমেশ্বর অলি। সিনেমাটি নিয়ে নকল বিতর্ক উঠলেও গানটি একদম আনকোরা। কথা-সুর-গায়কী ও সেনসেশনাল দৃশ্যায়নে সম্বন্বয় রয়েছে। তবে এমন দৃশ্যায়ন অনেকেই পছন্দ করেননি।

১৪ আগস্ট মুক্তি পাবে ‘ব্ল্যাকমেইল’। এতে আরো অভিনয় করেছেন ববি হক


মন্তব্য করুন