Select Page

বদলে গেল আলোচিত সিক্যুয়ালের নাম

বদলে গেল আলোচিত সিক্যুয়ালের নাম

Shakib Khan Joya

২০১৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিবশুভজয়া অভিনীত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। সাফিউদ্দিন সাফির সিনেমাটি বেশ আলোড়ন তোলে। সে ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। দৃশ্যায়ন শেষ হওয়ার আগের মুহূর্তে বদলে গেল সিনেমাটির নাম।

নতুন নাম রাখা হয়েছে ‘ক্যাপ্টেন’। নামটি অনেকটা বাস্তবসম্মত। কারণ সিক্যুয়াল বলা হলেও আগের সিনেমার সঙ্গে এর কোনো ধারাবাহিকতা নেই। এ ছাড়া ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছবিটির গল্প গড়ে উঠেছে। যেখানে প্রধান চরিত্র শাকিব খান একজন তারকা ক্রিকেটার ও সেই সঙ্গে দলের ক্যাপ্টেন। ছবির নায়ক-নায়িকা ও সবার সম্মতিক্রমে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। শাকিব খান-জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন মৌসুমী হামিদ, ইমন, ওমর সানী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

এ দিকে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে রবিবার থেকে ছবিটির ৫টি গানের দৃশ্য ধারণ শুরু হয়েছে। গানের শুটিং শেষে ঢাকায় ফিরবেন ১৬ই আগস্ট। আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares