Select Page

প্রেক্ষাগৃহ আধুনিকায়নে সরকারি বরাদ্দ

প্রেক্ষাগৃহ আধুনিকায়নে সরকারি বরাদ্দ

89290_e4সারাদেশের প্রেক্ষাগৃহ ডিজিটাল ও আধুনিকায়নের জন্য সরকার ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে। সূত্র মানবজমিন

তথ্য মন্ত্রণালয়ে তিনটি শাখায় এই টাকা বরাদ্দ করার অনুমোদন দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে প্রেক্ষাগৃহ নির্বাচন করার দায়িত্ব দেওয়া করেছে। প্রাথমিকভাবে ১৫টি প্রেক্ষাগৃহকে এই অনুদান প্রদান করা হবে বলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী জানান। শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহকে ৫০ লাখ, ব্লোয়ার চালিত প্রেক্ষাগৃহকে ৪০ লাখ এবং সাধারণ প্রেক্ষাগৃহকে ৩০ লাখ টাকা অনুদান দেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের মনোনীত কমিটির সঙ্গে সভা করে প্রেক্ষাগৃহের তালিকা চূড়ান্ত করা হবে। সরকার প্রেক্ষাগৃহকে আধুনিক ও ডিজিটাল করার জন্য সহায়তা প্রদানের ঘোষণা অনেক আগেই দিয়েছিল। সেই ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে। ভবিষ্যতে এই অর্থের পরিমাণ আরও বাড়বে বলে জানা গেছে।


মন্তব্য করুন