Select Page

‘নুসরাত দর্শকদের মন জয় করুক’

‘নুসরাত দর্শকদের মন জয় করুক’

mahi_120150215103525

মাহির ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটা ছাড়া বাকি সব ছবিই ছিল জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়। অন্যদিকে, এ পর্যন্ত জাজের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সব সিনেমার নায়িকাও মাহি।

ইতোমধ্যে জাজের নতুন সিনেমা ‘আশিকী’তে অভিনয় করে আলোচনায় রয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি মুক্তি পাবে কোরবানির ঈদে। এরই মধ্যে ছবিটির গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই নুসরাত ফারিয়াকে অভিনন্দন জানিয়েছেন মাহি।

তিনি বলেন, “আমি চাই নুসরাত দর্শকদের মন জয় করুক। বড় বাজেটের ছবি ‘আশিকী’। গল্পও দারুণ। তা ছাড়া অঙ্কুশ অভিনেতা হিসেবে অনেক ভালো। এখন বাকিটা ফারিয়ার ভাগ্য।” এর আগে মাহি অঙ্কুশের সঙ্গে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেছিলেন।

এ দিকে, জাজের সঙ্গে দুরত্বের পর মাহি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়নি। শোনা যাচ্ছে জাজের সিনেমায় আবারো ফিরতে যাচ্ছেন তিনি। তবে এখনো বিষয়টি পরিষ্কার নয়।

কালের কণ্ঠ অবলম্বনে।


মন্তব্য করুন