Select Page

আবারও আটকে গেল রানা প্লাজা

আবারও আটকে গেল রানা প্লাজা

Rana Plaza (3)দুর্ভাগ্য পিছু ছাড়ছে না রানা প্লাজা চলচ্চিত্রের। সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাতা নজরুল ইসলাম খান নির্মান করেছিলেন রানা প্লাজা যার কেন্দ্রিয় চরিত্র রেশমা’র রূপ দিয়েছেন পরী মনি। কিন্তু বারবার আটকে গিয়েছে ছবি মুক্তির প্রক্রিয়া। সেন্সরবোর্ডের নির্দেশক্রমে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেয়ার পরে সেন্সর সনদ পেলেও আদালতের নির্দেশে আটকে গেল রানা প্লাজা চলচ্চিত্রের মুক্তি, নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে ছবির প্রদর্শনী ও সম্প্রচার কার্যক্রমে। খবর বিডিনিউজ

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার ছয় মাসের জন্য রানা প্লাজা চলচ্চিত্র প্রদর্শন ও সম্প্রচারে নিষেধাজ্ঞার পাশাপাশি সেন্সরবোর্ডের দেয়া সনদের কার্যকারিতাও স্থগিত করে রুল জারি করে। এর ফলে আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে না।

রানা প্লাজা প্রযোজনা করেছেন শামীম আক্তার শামীম। এম এম মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, আবুল হায়াত, মিজু আহমেদ প্রমুখ। চলচ্চিত্রটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। এর আগে সেন্সরবোর্ডে প্রায় আট মাস আটকে ছিল ছবিটি। দুই দফায় বেশ কিছু দৃশ্য কর্তনসাপেক্ষে ছবিটি সেন্সর সনদ লাভ করে।


মন্তব্য করুন