Select Page

অন্যরকম আয়োজনে শুভ-তিশার সিনেমা (ভিডিও)

অন্যরকম আয়োজনে শুভ-তিশার সিনেমা (ভিডিও)

11947624_10200921401275039_1996125767749171200_n

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে জুটি হতে যাচ্ছেন আরেফিন শুভতিশা। ছবির নাম ‘অস্তিত্ব’। আর আয়োজন করেই নির্মাণ শুরু করতে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন

এর প্রাথমিক উদ্যোগ হিসেবে শনিবার (২২ আগস্ট) শ্যামলীতে ফটোশুটে অংশ নেন শুভ-তিশা। ফটোশুট প্রসঙ্গে শুভ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাপী ছবির প্রচারণা এবং বিপণন কৌশলে অনেক পরিবর্তন এসেছে। আমাদের দেশেও ইদানীং এর একটা প্রভাব পড়েছে। সেই ধারণা থেকেই ছবির শুটিংয়ের আগে থেকে নানা ধরনের কর্মকাণ্ড হাতে নেন প্রযোজক-পরিচালকেরা। ফটোশুটও তেমন এক কাজের অংশ।’

ostisto-shuvo-tisha

এ দিকে অনন্য মামুন শুটিংয়ের মজার ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে। সেখানে নির্মাতা, নায়ক-নায়িকাকে বেশ মজা করতে দেখা যায়। পরে ভিডিওটি মামুন তার ফেসবুকে আপলোড করে লিখেন, ‘তিশা আপু তুমি কি করলে এটা?’

৪ সেপ্টেম্বর থেকে সিলেটে ছবিটির শুটিং শুরু হবে। জানা গেছে শুভ-তিশার পাশাপাশি কাহিনীই ‘অস্তিত্ব’র প্রধান চমক।


মন্তব্য করুন