Select Page

ছাড়পত্রের অপেক্ষায় ‘বাপজানের বায়স্কোপ’

ছাড়পত্রের অপেক্ষায় ‘বাপজানের বায়স্কোপ’

1427284466

খ্যাতিমান নাট্যকার মাসুম রেজার কাহিনী ও সংলাপে তরুণ নাট্যনির্মাতা ও চলচ্চিত্রনির্মাতা রিয়াজুল রিজু নির্মাণ করেছেন তার প্রথম চলচিত্র ‘বাপজানের বায়স্কোপ‘। খবর রাইজিংবিডি

রবিবার (২৩ আগস্ট) সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হবে।

ছবির গল্পে হাসেন তার বাপজানের শেষ সম্বল বায়স্কোপর মাধ্যমে ১৯৭১ সালে ঘটে যাওয়া তার পরিবার ও চরভাগিনার সত্য ঘটনা তুলে ধরে চরভাগিনার সমস্ত মানুষের কাছে। চলচিত্রটির মূল উপজীব্য আমাদের গ্রাম-বাংলার সুপ্রাচীন ঐতিহ্য বায়োস্কোপকে কেন্দ্র করে।

চলচিত্রের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, হাফসা মৌটুসি, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু, তৌফিক আহমেদ হিমু প্রমুখ।

চলতি বছরের শেষ দিকে ‘বাপজানের বায়স্কোপ’ মুক্তি দিতে চান নির্মাতা রিয়াজুল রিজু।


মন্তব্য করুন