কোথায় দেখবেন ‘ব্ল্যাক মানি’
কেয়া অভিনীত আলোচিত সিনেমা ‘আয়না কাহিনী’ মুক্তি পেয়েছে বছর দুয়েক আগে। এর পর উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। অন্যদিকে টিভি অভিনেত্রী মৌসুমী হামিদ প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় হাজির হচ্ছেন। তাদের সঙ্গে আছেন ‘পোড়ামন’ অভিনেতা সাইমন সাদিক। তিনজনকে একসঙ্গে দেখা যাবে ‘ব্ল্যাক মানি’তে। সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (৭ আগস্ট)।
প্রযোজনা সূত্রে জানা গেছে সারাদেশের ৯০টির বেশি হলে সিনেমাটি মুক্তি পাবে। দেখে নিন উল্লেখযোগ্য সিনেমা হলের নাম—
ঢাকা : অভিসার, জোনাকী, এশিয়া, পূরবী, চিত্রামহল, মুক্তি, বিজিবি, পুনম, সৈনিক ক্লাব ও সনি, রানীমহল মহল (ডেমরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), চিত্রবাণী (গোপালগঞ্জ), তিথি (গোবিন্দগঞ্জ), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), ময়ূরী (বাঘ আচরা), পৃথিবী (জয়পুরহাট), বলাকা (ঠাকুরগাঁও), উর্বশী (ফুলবাড়ী), চলন্তিকা (গোপালদী), ছায়াবাণী (নাটোর), প্রিয়া (ঝিনাইদহ), রাজলক্ষী (পাতারহাট), ঝংকার (পাঁচদোনা), নিউ রজনীগন্ধা (চালা), আনারকলি (টঙ্গী), কানন (ফেনী), কথাচিত্র(কটিয়াদী), মনোয়ার (জামালপুর), রুপকথা (শেরপুর), পূরবী (ময়মনসিংহ), উপহার (রাজশাহী), বিজিবি (সিলেট), মধুমতি (ভৈরব), মুন (মুক্তাগাছা), সূরভী (শিবচর), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), রেনাজ (সখীপুর), রাজমণি (বোরহানউদ্দিন), চাঁদমহল (কাঁচপুর), সোনিয়া (বগুড়া), লালমনি (লালমোহন), মোহনা (কোনাবাড়ি), মোহন (হবিগঞ্জ), মুন (হোমনা), আনন্দ (কুলিয়ারচর), ক্লিওপেট্রা (ধুনট), সাধনা (রাজবাড়ী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), মানসী (কিশোরগঞ্জ), কাজরী (মতলব), মল্লিকা (উল্লাপাড়া), শাপলা (ভালুকা), মৌসুমী (সিরাজগঞ্জ), আলিম (মঠবাড়িয়া), আলিম (খেপুপাড়া), লিপি (গলাচিপা), কেয়া (টাঙ্গাইল), ফাল্গুনী (নাগরপুর), শাহীন (বল্লাবাজার), মাধবী (মধুপুর), বর্ণালী (শাহাজাদপুর), পালকী (চান্দিনা), হীরামন (নেত্রকোনা), চন্দনা (জয়দেবপুর), মৌসুমী (পাকুন্দিয়া), আনন্দ (ঢাকা), মণিহার (যশোর), মুক্তি (রানীশংকৈল), রুপালী (কুমিল্লা), রুপা (ভান্ডারিয়া), তিতাস (পটুয়াখালী), কংকন (মোহনগঞ্জ) ইত্যাদি।