Select Page

‘সালমান থাকলে ছবি প্রযোজনা করতাম’

‘সালমান থাকলে ছবি প্রযোজনা করতাম’

Shabnur420141217165032

‘আমাদের চলচ্চিত্র শিল্পে অনেক মেধাবী পরিচালক রয়েছেন। কিন্তু ভাল প্রযোজকের অভাবে তারা ছবি বানাতে পারছেন না। ভাল প্রযোজকের অভাবেই এখন ভাল ছবি নির্মাণ হচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী ৫ বছরেও চলচ্চিত্র শিল্প উন্নয়নের মুখ দেখবে বলে আমার মনে হয় না।’ – সম্প্রতি মানবজমিনকে এমনটাই বললেন জনপ্রিয় নায়িকা শাবনূর

ছবি প্রযোজনা প্রসঙ্গে জানান, সালমান শাহ থাকলে তিনি এতদিনে ছবি প্রযোজনা করে ফেলতেন।

দুই বছর পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়ালেন বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির জন্য। বিয়ে-মা হওয়ার কারণে শুটিং থেকে দূরে ছিলেন তিনি। এফডিসির ৭ নম্বর ফ্লোরে শায়ের খানের সঙ্গে ‘পাগল মানুষ’ ছবির গানের শুটিংয়ে অংশ নেন সম্প্রতি।

ভাল ছবির প্রসঙ্গ উঠলে শাবনূর বলেন, ‘ভাল প্রযোজক কোথায়? এখন একজন পরিচালক প্রযোজক আনলে তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এখন পরিচালক তাড়াহুড়ো করে ছবি নির্মাণ করেন। সেটা ভাল হয় না। প্রযোজকও থাকেন না।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে অনেক ভাল ভাল পরিচালক আছেন। কিন্তু গল্পকারের অভাব আর টেকনিক্যাল সাপোর্টের নানা অসঙ্গতির কারণে ভাল সিনেমা নির্মাণ হচ্ছে না। তার ওপর আবার রয়েছে ভাল প্রেক্ষাগৃহের অভাব।’

অনেক তারকা ছবি প্রযোজনা করেছেন। কিন্তু আপনি করছেন না কেন?— এমন প্রশ্নের উত্তরে বলেন, “ছবি প্রযোজনা না করার অনেক কারণ আছে। আমার কাছে খুব সুন্দর সুন্দর গল্প আছে। কিন্তু গল্প অনুযায়ী আমার প্রয়োজন তিনজন নায়ক নায়িকা। বাস্তব সত্য হলো, আমি আমার পছন্দ মতো নায়ক-নায়িকা পাবো না। ‘এ ওর সঙ্গে করবে না, এ থাকলে ও নেই’- এটা খুব বড় জটিলতা। গল্প কিংবা চরিত্র শুনতে চাইবেন না কেউ। ইগো নিয়ে বসে থাকবেন। তবে সালমান শাহ থাকলে আমি এতদিনে ছবি প্রযোজনা করে ফেলতাম। কারণ, একটি ভাল ছবি নির্মাণের জন্য আমি আর সালমানই যথেষ্ট ছিলাম। এখন কে আছেন?”

 


মন্তব্য করুন