Select Page

শুভ-তিশা কনফার্মড

শুভ-তিশা কনফার্মড

848d428ed06256ec2432ef96faa58681-1tবেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে অনন্য মামুনের নতুন সিনেমায় জুটি হচ্ছে আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। শুভ আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও ‌‘টেলিভিশন’ নায়িকার ঘোষণাটি একটু পরেই এলো। তিশা নিজেই স্বীকার করলেন নাম ঠিক না হওয়ার সিনেমাটির কথা।

তিশা প্রথম আলোকে বলেন, ‘এ মাসের শুরুর দিকে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির গল্প পড়ে ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছি। ছবিতে আমার চরিত্রের নাম পরি।’

তিশার সঙ্গে ছোট পর্দায় কাজের অভিজ্ঞতা থেকেই শুভ বলেন, ‘তিশা ভালো অভিনেত্রী। গল্পে দুজনের চরিত্র পড়ে মনে হয়েছে নিঃসন্দেহে কাজটি আমরা ভালোভাবে করতে পারব।’

নতুন সিনেমাটি হবে রোমান্টিক ধাঁচের, কাহিনীতে থাকছে নতুনত্ব। এতে চারটি গান রাখা হয়েছে। তিনটি গানের সঙ্গীত করছেন হাবিব ওয়াহিদ, একটিতে কলকাতার স্যাভি। ২৮ আগস্ট থেকে সিলেটে ছবির শুটিং শুরু হবে বলে।

ছোট পর্দায় আরিফিন শুভর শুরুটাই হয়েছিল তিশার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিছবিতে অভিনয় করেছিলেন তারা দুজন। এরপর তারা বেশকটি নাটকে অভিনয় করেন। শুভ এখন চলচ্চিত্রের প্রথম সারির নায়ক। অন্যদিক চাহিদা থাকা সত্ত্বেও তিশাকে অফট্র্যাকের সিনেমায় দেখা গেছে কয়েকবার। ‘মেন্টাল’র পর এটি হবে তার বাণিজ্যিক ধারার দ্বিতীয় ছবি।


মন্তব্য করুন