Select Page

জালালের গল্প অস্কারে যাচ্ছে

জালালের গল্প অস্কারে যাচ্ছে

jalaler golpo-3জালালের গল্পের বিজয়রথ যেন আর থামছেই না। দেশ বিদেশ ঘুরে দেশের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে এ মাসের শুরুতে, দর্শকদের ভালোবাসাও পেয়েছে। এবার জানা গেল ৮৮তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আবু শাহেদ ইমনের জালালের গল্প।

অস্কার বাংলাদেশ কমিটি এবং বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস এর চেয়ারম্যান হাবিবুর রহমান খান সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনটি চলচ্চিত্র শাহনেওয়াজ কাকলীর নদীজন, আকরাম খানের ঘাসফুল এবং আবু শাহেদ ইমনে পরিচালিত জালালের গল্প থেকে একটি চলচ্চিত্র মনোনীত করা হয়েছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, সাইফুল ইসলাম চৌধুরী,  রেজা লতিফ এবং মো: সেলিম।

সংবাদ সম্মেলনে জালালের গল্প ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অভিনেত্রী শর্মীমালা ও মৌসুমী হামিদ উপস্থিত ছিলেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares