Select Page

আবারো মান্নার ‘লীলা মন্থন’

আবারো মান্নার ‘লীলা মন্থন’

11425234_1571457549774143_4987460582801838656_n২০০৫ সালে প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে পরিচালক জাহিদ হোসেন শুরু করেন ‘লীলা মন্থন’ নামে একটি ছবি। কিন্তু ছবির ১৫ ভাগ শুটিং বাকি থাকতেই মান্নার অকাল মৃত্যু ঘটে। এরপর পরিচালক ২০১১ সালের দিকে মান্নার ডামি শট ব্যবহার করে ছবিটি শেষ করে সেন্সরে জমা দিলে বোর্ড ছাড়পত্র দিতে আপত্তি জানায়।

সমস্যা মূলত সিনেমাটির গল্প। এটি মুক্তিযুদ্ধ ও যৌনপল্লীর গল্প নিয়ে নির্মিত হয়েছিল। যার গল্পে দেখা যাবে, একটি যৌনপল্লীতে মান্নার জন্ম হয়। জন্মের কিছুদিন পর তার মা মারা যান। এরপর তিনি যৌনপল্লীর এক মহিলার কাছে বড় হন। বড় হওয়ার পর মান্না তার জন্ম পরিচয় খুঁজে বেড়ান। যৌনপল্লীর অসহায় মেয়েদের পক্ষে কথা বলায় তাকে জেলে যেতে হয়। জেল থেকে বেরিয়ে এসে দেখেন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। মান্না অংশ নেন যুদ্ধে।

এমন গল্পের কারণেই নাকি সেন্সর বোর্ড ছবিটি আটকে দিয়েছিল। বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদে পাঠালে সেখান থেকেও আপত্তি করা হয়। তাই কাজ শেষ করেও ছবিটি ৪ বছর ধরে সেন্সর ও মুক্তিযোদ্ধা সংসদের গণ্ডি পেরোতে পারেনি।

অবশেষে বোর্ডের আপত্তির জায়গাগুলো কর্তন সাপেক্ষে আবার সেন্সরের জন্য জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। ছবিতে মান্নার সঙ্গে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, বাপ্পারাজ, দিঘী, সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। প্রসঙ্গত, এটিই ছিল মান্না অভিনীত শেষ ছবি।


মন্তব্য করুন