Select Page

‘ভ্রমর’ ছাড়লেন শুভ

‘ভ্রমর’ ছাড়লেন শুভ

873f7f5d3207d05c85260e41e3949e64-suvoঅক্টোবর থেকে শুটিং শুরু হবে সোহেল আরমান পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’র। নায়ক চরিত্রে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। কিন্তু শুভ থাকছেন না এ সিনেমায়।

শিডিউলজনিত সম্যায় শুভ সিনেমাটিতে অভিনয় করতে পারছেন না। ওই সময় তিনি অভিনয় করবেন ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রে। ভিসা জটিলতার কারণে সিনেমার শুটিং পিছিয়ে যায়। বর্তমানে শুভ যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় ‘মৃত্যুপুরী’ শুটিংয়ে অংশ নেবেন।

শুভ ও শায়লা সাবিকে নিয়ে গত জুনে বেশ আয়োজন করে ‘ভ্রমর’র মহরত হয়। এর তিন মাসের মাথায় সমঝোতার মাধ্যমে ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শুভ।

শুভ পরিবর্তে নতুন কাউকে দেখা যাবে বলে সোহেল আরমান জানিয়েছেন।

 


মন্তব্য করুন