Select Page

আইরিনের বদলে কলকাতার নায়িকা

আইরিনের বদলে কলকাতার নায়িকা

11040943_1484251311896790_4439013157965788196_nসোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভার বয়’ ছবি থেকে চিত্রনায়িকা আইরিনকে বাদ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। খবর যুগান্তর

প্রযোজক জানান, ছবির গল্প অনুযায়ী প্রথমে আইরিনকে কাস্ট করা হলেও পরে দেখা গেছে তার সঙ্গে চরিত্রটি মানায় না। সমঝোতার ভিত্তিতে তাকে বাদ দেয়া হয়েছে। আইরিনের জন্য নির্ধারিত চরিত্রের জন্য যে ভারিক্কি ভাব প্রয়োজন সেটা তার শারীরিক গঠনের সঙ্গে মানাচ্ছে না বলেই জানান প্রযোজক।

একটি মেয়ের বিয়ে পরবর্তী পরকীয়াকে কেন্দ্র করে ছবির গল্প গড়ে উঠেছে। এ চরিত্রে আইরিনের অভিনয় করার কথা ছিল। আইরিনের পরিবর্তে কাকে নেয়া হবে সেটা এখনও ঠিক করা হয়নি। পরিচালকের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন নায়িকা নির্বাচন করা হবে। কলকাতার কোনো নায়িকাকে নেয়া যায় কিনা সেটাও চেষ্টা করছেন পরিচালক- এমনটাই জানিয়েছেন প্রযোজক।

এ দিকে ছবি থেকে বাদ পড়া প্রসঙ্গে আইরিন বলেন, সমঝোতার মাধ্যমেই বিষয়টির সমাধান হয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই। চরিত্রানুযায়ী পরিচালকের কাজ করার স্বাধীনতা রয়েছে। তারা মনে করেছেন আমাকে দিয়ে হবে না। তাই বিষয়টি নিয়ে আমারও কোনো সমস্যা নেই।

ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন বাপ্পী। চলতি মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। নায়িকা ঠিক হলে শিগগিরই শুটিং শুরু হবে বলে প্রযোজনা সংস্থা জানায়।


মন্তব্য করুন