Select Page

পরবাসিনীতে নেই নিরব মেহজাবিন

পরবাসিনীতে নেই নিরব মেহজাবিন

Porobashini Nirob Mehzabin Shawpan Ahmedলালটিপখ্যাত পরিচালক স্বপন আহমেদের নতুন ছবি ‘পরবাসিনী’ । তিন বছর আগে মেহজাবিন ও নিরবকে নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু নিরব ও মেহজাবিনের সেসব দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে আবার পুনরায় শ্যুট করেছেন। এতে আর্থিক ক্ষতি হলেও ছবির মান ধরে রাখার জন্য পরিচালক স্বেচ্ছায় এই ত্যাগ স্বীকার করেছেন। নিরব-মেহজাবিনকে বাদ দিয়েই তাই ছবিটি মুক্তি পাবে।

মুক্তির আগেই বেশ আলোচনায় এসেছে স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ । কেননা এ ছবিটি পুরোপুরি বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর। বাংলা ছবির বর্তমান অবস্থায় এ ছবিটি নিয়ে সবাই বেশ আশাবাদী।

বেশ কিছুদিন হলো এর শুটিং শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশন ও যাবতীয় কাজ শেষে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আর সেন্সর ছাড়পত্র মিললেই ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

Bangla Science Fiction Film Porobashini Nirob Mehzabinতিন বছর আগে লাক্স তারকাখ্যাত অভিনেত্রী মেহজাবিন এবং মডেল, টিভি নাটক-চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরবকে নিয়ে ‘পরবাসিনী’ ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন পর থেকেই সমস্যার সৃষ্টি হয়। তখন স্বপন আহমেদ নিরব-মেজাবিনকে বাদ দিয়ে নতুন করে শ্যুটিং শুরু করেন।

পরিচালক স্বপন আহমেদের অভিযোগ মেহজাবিন এবং নিরবের আচরন অপেশাদার এবং অদক্ষ অভিনয়। যদিও পরিচালকের এমন অভিযোগ অস্বীকার করেছেন মেহজাবিন ও নিরব।

এ প্রসঙ্গে স্বপন আহমেদ বলেন, ‘প্রযোজকের আগ্রহে নিরব ও মেহজাবিনকে নিয়ে ‘‘পরবাসিনী’’ ছবির শুটিং শুরু করি। কাজ করতে গিয়ে মনে হয়েছে, তাঁরা অপেশাদার মানসিকতার। অভিনয়েও অদক্ষ। এমনকি শুটিং চলার সময় ছবিটি নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা মন্তব্যও করেছেন। তাই বাধ্য হয়েই বাদ দিয়েছি।’

এদিকে অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ প্রসঙ্গে নিরব বলেন, ‘চার দিন ধরে যে শুটিং করলাম তখন তো অপেশাদার আচরণ আর অদক্ষ অভিনয় নিয়ে কোনো কথা উঠল না! এখন কেন এসব প্রশ্ন আসছে! স্বপন আহমেদ যদি এ ধরনের কোনো অভিযোগ করেও থাকেন তাহলে তা পুরোপুরি বানোয়াট, ভিত্তিহীন এবং মনগড়া। আমি তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি।’

মেহজাবিন বলেন, ‘বাংলাদেশের অনেক নির্মাতার সঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবারই প্রথম শুনলাম। বিষয়টিতে আমার অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’

এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুবোশহরে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর মেহজাবিন পরবাসিনী ছবিতে অভিনয়ের কথা এড়িয়ে গিয়ে ডুবোশহরই তার প্রথম ছবি হিসেবে প্রচার করেছিলেন। এর জবাবে পরবাসিনী ছবির সহকারী পরিচালক জানিয়েছিলেন, মেহজাবিন ছবির প্রধান নায়িকা নন, বরং ৮/১০জন এলিয়েন চরিত্রের একজন।

স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ যৌথ প্রযোজনার ছবি। নিরব-মেহজাবিন বাদ পড়ার পর এখন ছবিটির বিভিন্ন চরিত্রে আছেন ইমন, হৃদি মজুমদার, সোহেল খান, দাউদ রনি, অপ্সরা, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী। এ ছাড়া ছবিটির একটি আইটেম গানে ইমনের সঙ্গে নেচেছেন বলিউডের অভিনেত্রী উর্বশী।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন