Select Page

চলচ্চিত্রে আগ্রহী মডেল সুজানা

চলচ্চিত্রে আগ্রহী মডেল সুজানা

sujana bangladeshi model showing interest in bangla filmমডেল হিসেবে তারকাখ্যাতি পেয়েছিলেন সুজানা কিন্তু বর্তমানে ছোট পর্দায় অভিনয় করছেন বেশি। খন্ড নাটক, ধারাবাহিকে কাজ করছেন নিয়মিত। আগে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ না পেলেও এখন কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন তিনি, ভালো গল্প ও চরিত্রের খোঁজে আছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন সুজানা।

‘কিছুদিন আগেও চলচ্চিত্রে অভিনয় করবো না বলে জানিয়েছিলাম। কিন্তু সে জায়গা থেকে এখন অনেকটা সরে এসেছি। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। সে কারণে আমি অনুপ্রেরণা পাচ্ছি। ইচ্ছাটাও পরিবর্তন করেছি। এখন ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজ করবো’, সুজানা বলেন।

বিভিন্ন কারণে টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে বলেও তিনি জানান। বর্তমানে তিনি এই শহরে এবং নন-স্টপ নামে দুটি ধারাবাহিকে কাজ করছেন।

দীর্ঘ সাড়ে তিনবছর প্রেম করে সাত বছরের ছোট জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলনে সুজানা, কিন্তু আট মাস পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন সুজানা। বর্তমানে পুরোদমে ব্যস্ত হয়েছেন অভিনয় নিয়ে।

সূত্র: মানবজমিন

 


মন্তব্য করুন