Select Page

পরী বন্দনায় ফেসবুক

পরী বন্দনায় ফেসবুক

876acf952a51e916af204cc39d57d9f6-Kabir-Hossain

পরী মনির বেশ কয়টি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু কাহিনী, দুর্বল নির্মাণসহ নানা কারণে সিনেমাগুলো ভালো করতে পারেনি। দরকার ছিল ভালো ব্যানার, নির্মাতা ও সহশিল্পী। তার সবকটিই পেয়েছেন এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে।

বরাবরের মতো কাহিনীর দিক থেকে অলিক নতুন সিনেমাটিতেও প্রশংসা পাননি। কিন্তু অন্য সব বিষয়ে ইতিবাচক রিভিউ পাওয়া গেছে। বিষয়ে করে পরী মনির জ্বলে উঠা বেশির ভাগ দর্শক পছন্দ করেছেন। ফেসবুক ঘেটে বেশকিছু তাজা রিভিউ পাওয়া গেছে ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার। তারা পরীর অভিনয়, পোশাক ও নানা বিষয়ে কথা বলেছেন। সেখান থেকে জেনে নিন পরী বন্দনা—

রহমান মতি লিখেছেন, “পরী মনির পরী+মনি নামটাও মুক্তার মত রত্ন হয়ে এ সিনেমার আকাশটাতে পরী হয়েই উড়ল…পরীর কবিতার মত কণ্ঠে বলা রোমান্টিক কথাগুলো বিশেষ করে মোবাইলের রিংটোনে বলা ‘হ্যালো, আমি তোমার হৃদয় বলছি’ বারবার শুনতে মন চাইছল সিনেমাহলে।”

হাসিখুশি মন লিখেছেন, ‘ছবির প্রধান আকর্ষণ আমার কাছে মনে হয়েছে ছবির নায়িকা পরি মনিকে, সুন্দরকে কতভাবে ব্যাখা দেয়া যায় ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তবে এই ব্যাখা যে পরী মনির প্রাপ্য তা আর বলা লাগে না, এত সুন্দরভাবে যে পরী মনিকে পরিচালক উপস্থাপন করেছেন না দেখলে তা চরম মিস করা হবে, পুরো ছবিটা আলোকিত ছিলো পরিমনির রূপের আলোতে। কী অভিনয়ে নাচে গানে কান্নায় সংলাপে আর তার মিষ্টি হাসিতে। সব ক্ষেত্রেই একেবারে ফাটিয়ে দিয়েছে সে, মেয়েটি যে অনেক দুর যাবে তা হলফ করে বলতে পারি।’

9e4cbe1ecae2047d19901811216178b8-Nas--14-

জান্নাতুল নাইম পিয়াল লিখেছেন, ‘পরী মনিও দারুণ। তাঁর অভিনয় ও ডায়লগ ডেলিভারি সম্পর্কে অন্য কোন ছবিতে ভুল ধরা যেতে পারে, কিন্তু এ ছবিতে তিনি একেবারে নিঁখুত। তাঁকে গোটা ছবিতেই অসাধারণ সুন্দর লেগেছে। কিন্তু তাই বলে তিনি চেহারাসর্বস্ব নায়িকা হয়ে থাকেননি। একঝাঁক মাস্টার অভিনেতাদের পাশেও তাঁর অভিনয়কে বিন্দুমাত্র অনুজ্জ্বল লাগেনি। তিনি প্রমাণ করেছেন, সমসাময়িক নায়িকাদের তুলনায় তিনি কোন অংশে কম না। এই ছবি দিয়ে পরী মনি আরও প্রমাণ করলেন যে শালীন পোশাক পরে ও ক্লিভেজ না দেখিয়েও দর্শকদের মন জয় করা যায়।’

আরএনএ রাকিব লিখেছেন, ‌‘যে সব আপুদের জামা-কাপড় পছন্দ করতে অনেক সময় লাগে, তাদের জন্য এইডা মাস্ট ওয়াচ সিনেমা। কারণ সিনেমায় পরী মনি যতোগুলো থ্রী-পিচ পড়েছেন, ২ ঘণ্টা ৩০ মিনিটের এই সিনেমা দেখে আপনার অনেকগুলোই পছন্দ হয়ে যাবে।’

আতাউর রহমানের মতে, ‘পরী মনি, পরী মনি এবং পরী মনি। পুরো সিনেমা সে নিজেই দর্শক আটকিয়ে রেখেছে। মেয়েটা এতো বেশি সুন্দরী ও মায়াবি যে সিনেমার প্রতিটা সিনে ও সবাইকে মুগ্ধ করেছে।’


মন্তব্য করুন