Select Page

প্রেমী ও প্রেমী থেকে আশিকি

প্রেমী ও প্রেমী থেকে আশিকি

premi1436087172-660x330

নাম দুটি কারো অজানা ছিল না। এবার আর দুই নামে নয়, এক নামেই বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা।

শুটিংয়ের শেষ পর্যায়ে এসে পাল্টে গেল ‘প্রেমী ও প্রেমী’র নাম। ঈদে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমার নতুন নামকরণ হয়েছে ‘আশিকি’। বিষয়টি নিয়ে সিনেমাটির ব্যবসায়িক অংশীদার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, “সিনেমাটি আমরা নির্মাণ করছি ভারতের এসকে মুভিজের সঙ্গে। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা সিনেমাটির নাম দিয়েছে ‘আশিকি’। আমরাও চিন্তা করলাম একই সিনেমার দুই রকম নাম হতে পারে না। তাই তাদের সঙ্গে আমরাও নাম পরির্তন করলাম।”

‘আশিকি’ যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।


মন্তব্য করুন