Select Page

রিমেক হচ্ছে চাঁদনী

রিমেক হচ্ছে চাঁদনী

563967_562514137143567_609075975_n_55634_1

বাংলা চলচ্চিত্রে নতুন করে রিমেকের জোয়ার আসছে। তাতে সামিল হলো নব্বই দশকের সাড়া জাগানো সিনেমা ‘চাঁদনী’। আর এটি নির্মাণের দায়িত্ব নিয়েছেন মূল সিনেমাটির নায়ক নাঈম। তবে গল্পে থাকবে নতুনত্ব।

নাঈম বলেন, ১৯৯১ সালের চাঁদনীর প্রেক্ষাপটে নতুন ‘চাঁদনী’ নির্মাণ হবে না। সময়োপযোগী গল্প নিয়েই ’৯১ সালের চাঁদনীর আধুনিক রূপ দিয়ে নির্মাণ হবে। এর গল্পের বিন্যাস, চিত্রনাট্য এবং নির্দেশনা আমারই থাকবে। তবে চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবে এক জোড়া নতুন মুখ। যাদের খোঁজার পালা শুরু হবে আজ থেকে। অভিনয় জানা শিক্ষিত স্মার্ট ছেলেমেয়েরা আমাদের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ের পর চলচ্চিত্রটির প্রধান চরিত্র নির্বাচন করা হবে।

তিনি আরো জানান, যদি এর মধ্যে যোগ্য নতুন এক জোড়া মুখ পাওয়া যায় তবে আসছে অক্টোবর মাস থেকেই ‘চাঁদনী’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

নাঈম নতুন ‘চাঁদনী’তে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করবেন। তবে শাবনাজ অভিনয় করবেন কিনা তা নিশ্চিত নয় এখনও।

১৯৯১ সালের অক্টোবর মাসে প্রয়াত বরেণ্য পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন নাঈম-শাবনাজ। চলচ্চিত্রটি সে সময় ব্যাপক ব্যবসা সফল হয়। জুটি হিসেবেও এরপর বহু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এ দুই তারকা। এহতেশাম ১৯৬৭ সালে নাদিম-শাবানাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘চকোরি’। এটি নির্মাণের দুই যুগ পর তিনি নির্মাণ করেছিলেন ‘চাঁদনী’। এর দুই যুগ পর এবার চিত্রনায়ক নাঈম নিজেই নির্মাণ করতে যাচ্ছেন ‘চাঁদনী’।

‘চাঁদনী’ চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহীদের ই-মেইলে (tomakechaibangl[email protected]) বায়োডাটাসহ পাঁচ কপি বিভিন্ন আঙ্গিকের ছবি ই-মেইল করার জন্য অনুরোধ করেছেন নাঈম।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares